নাইজেরিয়ায় বোকো হারামের হাতে অপহৃত ১০৪ ছাত্রী

নাইজেরিয়ার ইয়োবে প্রদেশের দাপচিতে একটি স্কুলে হানা দিয়ে অন্তত ১০৪ ছাত্রীকে অপহরণ করে নিয়ে গেছে জঙ্গি গোষ্ঠী বোকো হারাম জঙ্গিরা।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Feb 2018, 03:37 PM
Updated : 25 Feb 2018, 03:37 PM

দাপচির গভমেন্ট গার্লস সায়েন্স টেকনিক্যাল কলেজে গত সোমবার রাতে বোকো হারামের হানার পর এক ছাত্রীর বাবা শতাধিক নিখোঁজ ছাত্রীর মধ্যে তার মেয়েও রয়েছে বলে সিএনএন কে জানান।

নাইজেরিয়ার সরকার এখনো নিখোঁজ ছাত্রীদের তালিকা প্রকাশ করেনি এবং সরকারি সংস্থাগুলো পরষ্পরবিরোধী তথ্য দিয়েছে।

বোকো হারামের হানার পরপরই ইয়োবে প্রদেশের গভর্নরের কার্যালয় ৫০ জন নিখোঁজ হওয়ার খবর জানিয়েছে।

কিন্তু স্কুলের অভিভাবক অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত প্রধান মানজো বলেছেন, ছাত্রীদের বাবা-মায়েদের দেওয়া হিসাব এবং অ্যাসোসিয়েশনের রেকর্ড অনুযায়ী, ১০৪ জন ছাত্রী নিখোঁজ রয়েছে।

ঘটনার ৫ দিন পরও নিখোঁজদের কোনো হদিস না পেয়ে একে ‘জাতীয় বিপর্যয়’ বলে ঘোষণা করেছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি।

তবে অপহৃতদের খুঁজে বের করা এবং দায়ীদের বিচার করার আশ্বাস দিয়েছেন তিনি। হারানো ছাত্রীদের খোঁজে সেনা পাঠানো হচ্ছে এবং গোটা এলাকা খুঁজে দেখতে বিমানও পাঠানো হচ্ছে বলেও জানিয়েছেন বুহারি।

ছাত্রী অপহরণের এমন ঘটনা নাইজেরিয়ায় এটিই প্রথম নয়। ২০১৪ সালেও এক স্কুলে হানা দিয়ে চিবোকের প্রায় ৩০০ জন স্কুলছাত্রীকে অপহরণ করেছিল বোকো হারাম জঙ্গিরা। তাদের ১শ’ জনের মত ছাড়া পেলেও বাকী অধিকাংশেরই আর খোঁজ মেলেনি।