‘যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইচ্ছুক উ. কোরিয়া’

শীতকালীন অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে পিয়ংচ্যাংয়ে যাওয়া উত্তর কোরিয়ার উচ্চ-পর্যায়ের প্রতিনিধিদলের সদস্যরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ইচ্ছা প্রকাশ করেছে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় একথা জানিয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Feb 2018, 02:01 PM
Updated : 25 Feb 2018, 03:38 PM

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ভবন ব্লু হাউজ এক বিবৃতিতে বলেছে, “পিয়ংচ্যাংয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের সঙ্গে বৈঠকের পর উত্তর কোরিয়ার প্রতিনিধিদল আরো বলেছে, দুই কোরিয়ার মধ্যে সম্পর্কের উন্নতি এবং উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্কোন্নয়নও পাশাপাশি চলা উচিত।”

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কোরিয়া উপদ্বীপে সংঘাত উস্কে দেওয়ার জন্য এবং শুক্রবার পিয়ংইয়ংয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে দোষারোপ করে বিবৃতি প্রকাশের পরপরই দক্ষিণে সফররত উত্তর কোরীয় প্রতিনিধিদল আলোচনার এ আগ্রহ প্রকাশ করল।

দক্ষিণ কোরিয়ায় অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানে রোববার প্রেসিডেন্ট মুনসহ অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকেছে উত্তর কোরিয়ার প্রতিনিধিদল এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প।