বাসে পড়ে ছিল ৭ লাখ পাউন্ডের চিত্রকর্ম

নয় বছর আগে মার্শেইয়ের একটি জাদুঘর থেকে চুরি যাওয়া এদগার দেগারের একটি চিত্রকর্ম প্যারিসের কাছে একটি বাসের ভেতর পরিত্যক্ত অবস্থায় খুঁজে পাওয়া গেছে।

>>রয়টার্স
Published : 24 Feb 2018, 06:38 AM
Updated : 24 Feb 2018, 09:16 AM

বিখ্যাত ফরাসি শিল্পী দেগার ১৮৭৭ সালে ‘লে কোরিস্ত’ নামের ওই চিত্রটি এঁকেছিলেন। যেটির আর্থিক মূল্য সাত লাখ পাউন্ড (৮ কোটি ১৫ লাখ টাকার বেশি)।

ফ্রান্সের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে বলা হয়, প্যারিস থেকে ২০ মাইল পূর্বে মহাসড়কে একটি বাসে তল্লাশি চালানোর সময় মালপত্র রাখার জায়গায় একটি স্যুটকেসের ভেতর পুলিশ চিত্রকর্মটি খুঁজে পায়। বাসের কোনো যাত্রী সেটির মালিকানা দাবি করেননি বা কাউকে গ্রেপ্তার করা হয়নি।

পরে ওরসেই জাদুঘর কর্তৃপক্ষ প্যাস্টেল রঙে আঁকা ছবিটি আসল বলে নিশ্চিত করেন।

সংস্কৃতিমন্ত্রী ফ্রাঁসোয়া নিসেন বলেন, চিত্রকর্মটি উদ্ধার হওয়ায় তিনি দারুণ খুশি।

“ফ্রান্সের প্রভাবশালী ঐতিহ্যের জন্য চিত্রকর্মটি হারিয়ে যাওয়া বড় ক্ষতি ছিল।”

১৮৩৪ সালে প্যারিসে জন্ম নেওয়া দেগার চিত্রকর্মে প্রতিচ্ছায়াবাদের প্রবর্তকদের একজন। ১৯১৭ সালে তিনি মারা যান।