ইরানের বিমান বিধ্বস্তস্থল থেকে মৃতদেহ উদ্ধার

ইরানের বিধ্বস্ত উড়োজাহাজের সাত আরোহীর মৃতদেহ পাহাড় থেকে নামিয়ে আনা হয়েছে।

>>রয়টার্স
Published : 21 Feb 2018, 03:29 PM
Updated : 21 Feb 2018, 03:29 PM

বুধবার উদ্ধার করা এ মৃতদেহগুলোর পরিচয় সনাক্তের জন্য যথাযথ কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে।

রেড ক্রিসেন্ট কর্মকর্তা মহসেন মোমেনি এদিন আধা সরকারি মেহর নিউজ এজেন্সিকে বলেছেন, “দুর্ঘটনাস্থলে যাওয়া উদ্ধারকর্মীদের প্রথম দলটি কয়েক মিনিট আগে কয়েকটি মৃতদেহ নিচে নামিয়ে এনেছে এবং চিকিৎসা কর্তৃপক্ষকে দিয়েছে।”

এখন পর্যন্ত ৩২টি মৃতদেহ খুঁজে পাওয়া গেছে। বাকি ‍মৃতদেহগুলো বরফের নিচে চাপা পড়ে আছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম।

গত রোববার রাজধানী তেহরান থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর ইয়াসুজেগামী আসেমান এয়ারলাইন্সের অভ্যন্তরীন রুটের এটিআর ৭২-৫০০ ফ্লাইটটি উড্ডয়নের ঘণ্টাখানেক পর জাগ্রোস পর্বত এলাকায় বিধ্বস্ত হয়ে এর ৬৬ আরোহীর সবাই মারা যায়।

হিমাঙ্কের নিচের তাপমাত্রা এবং বিধ্বস্ত উড়োজাহাজটির ধ্বংসাবশেষ সাড়ে চার হাজার মিটার উঁচু পর্বতের ঢালে পড়ায় উদ্ধার কাজ অনেক কঠিন হয়ে গেছে। মঙ্গলবার উদ্ধারকর্মীরা দুর্ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হয়।

উড়োজাহাজটির ‘ব্লাকবক্স’ এখনও খুঁজে পাওয়া যায়নি।

অনুসন্ধান ও উদ্ধার কাজে দেরী হওয়ার নিহতদের ক্ষুব্ধ স্বজনরা সোমবার ঘটনাস্থলের নিকটবর্তী দেনা কুহতে বিক্ষোভ করেছে।

বিক্ষোভে অংশ নেওয়া শতাধিক মানুষ অনুসন্ধান ও উদ্ধার কাজের সঙ্গে জড়িত কমকর্তাদের পদত্যাগ দাবি করেছেন।