বন্দুক হাতে ছবির জন্য সমালোচিত অস্ট্রেলিয়ার এমপি

বন্দুক তাক করা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে সমালোচনার মুখে পড়েছেন অস্ট্রেলিয়ার পার্লামেন্ট সদস্য জর্জ ক্রিস্টেনসেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Feb 2018, 05:18 PM
Updated : 19 Feb 2018, 05:18 PM

বিবিসি জানিয়েছে, ক্রিস্টেনসেন শনিবার তার ফেইসবুক পাতায় বন্দুক হাতে লক্ষ্যভেদ করছেন এমন একটি ছবি পোস্ট করে ক্যাপশন দেন ‘ডু ইউ ফিল লাকি, গ্রিনি পাঙ্কস?’।

অস্ট্রেলিয়ার রাজনৈতিক দল 'দ্য গ্রিনস' পার্টি কনজারভেটিভ দলের এমপি’র এ কাণ্ডকে ‘অসম্মানজনক’ বর্ণনা করে বলেছে, “এ সপ্তাহেই যুক্তরাষ্ট্রে একটি স্কুলে গুলিতে ১৭ জন নিহতের ঘটনা ঘটেছে।”

গ্রিনস এমপি সারাহ হানসন-ইয়ং বলেন, অনলাইনে ওই পোস্ট তার কাছে মৃত্যুর হুমকি বলে মনে হচ্ছে। প্রয়োজনে বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ।

এমপি ক্রিস্টেনসেন অবশ্য বন্দুক হাতে তার ওই পোস্ট ‘কৌতুক ছাড়া আর কিছুই নয়’ বলে ব্যাখ্যা দিয়েছেন।

তবে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল এ পোস্টকে ‘একেবারেই অনুচিত’ বলে মন্তব্য করেছেন।

ক্রিস্টেনসেনের ওই পোস্টের লক্ষ্য গ্রিন পার্টি নাকি পরিবেশবাদীরা তা নিশ্চিত হওয়া যায়নি।

সম্প্রতি কয়লাখনির পক্ষে অস্ট্রেলিয়ার পার্লামেন্টে একটি বিল প্রস্তাব করা হয়েছে, যার সমর্থন দিয়েছেন ক্রিস্টেনসেন।

পরিবেশবাদীরা ওই বিলের বিপক্ষে প্রচার চালাচ্ছে।