মোজাম্বিকে আবর্জনার স্তুপ ধসে ১৭ জনের মৃত্যু

মোজাম্বিকের রাজধানী মাপুটোতে প্রায় ১৫ মিটার উঁচু আবর্জনার স্তুপ ধসে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Feb 2018, 04:42 PM
Updated : 19 Feb 2018, 04:42 PM

সোমবার স্থানীয় সময় ভোররাত ৩টার দিকে হুলেনে শহরে এ দুর্ঘটনা ঘটে। প্রচণ্ড বৃষ্টির মধ্যে আবর্জনার স্তুপটি কাছের সাতটি বাড়ির ওপর ধসে পড়ে।

ওই বাড়িগুলো বেআইনিভাবে বানানো হয়েছিল এবং ঝুঁকিপূর্ণ বিবেচনায় বাসিন্দাদের আগেই সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল বলে জানান স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

কা মাভোটা পৌর জেলার এক কাউন্সিলর সাংবাদিকদের বলেন, “এখন পর্যন্ত ১৭টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা আমাদের। তাই এখনও আমরা আবর্জনার স্তুপের নিচে খোঁজ চলাচ্ছি।”