মেঘালয়ে বোমা বিস্ফোরণে কংগ্রেস প্রার্থীসহ নিহত ৪

ভারতের মেঘালয় রাজ্যে বোমা বিস্ফোরণে বিধানসভার কংগ্রেস দলীয় এক প্রার্থীসহ চার জন নিহত হয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Feb 2018, 07:28 AM
Updated : 19 Feb 2018, 07:30 AM

রোববার রাতে মেঘালয়ের পূর্ব গাড়ো পাহাড় এলাকায় ঘরে তৈরি একটি বোমা (আইইডি) বিস্ফোরণে তারা নিহত হয়েছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

ভারতের জাতীয় কংগ্রেস দলের স্থানীয় নেতা জোনাথন এন সাংমা আগামী সপ্তাহের বিধানসভা নির্বাচনে প্রার্থী ছিলেন।

কর্মকর্তারা জানিয়েছেন, একটি জনসভা থেকে ফেরার সময় তাদের গাড়িবহর লক্ষ্য করে আগে থেকে পেতে রাখা বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়, এতে সংমার পাশাপাশি তার ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা ও দুজন দলীয় কর্মী নিহত হন।

পুলিশ জানিয়েছে, গাড়ো পাহাড় এলাকায় তৎপর সন্দেহভাজন ‘সন্ত্রাসীরা’ হামলাটি চলিয়েছে বলে মনে করা হচ্ছে। 

জেলা হাকিম রামকুমার শর্মা বলেছেন, “কংগ্রেস প্রার্থীর মৃতদেহসহ ঘটনাস্থলে চারটি মৃতদেহ পাওয়া গেছে।”

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে মেঘালয়ের মুখ্যমন্ত্রী মুকুল সংমা।

এই টুইটে তিনি বলেছেন, “রাষ্ট্রের শত্রুরা নিরপরাধ মানুষের রক্ত ঝরিয়ে মেঘালয়ের শান্তি নষ্ট করতে পারবে না।”

নির্বাচনের আগে এ ধরনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে রাজ্য বিজেপি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ২০১৩-র নির্বাচনের সময় সংমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল, তখন হুমকির গুরুত্ব উপলব্ধি করে তাকে অতিরিক্ত নিরাপত্তা দেওয়া হয়েছিল।

আগামী ২৭ ফেব্রুয়ারি ৬০ সদস্যের মেঘালয় বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।