১৫ সিরীয় শরণার্থীর বরফজমাট মৃতদেহ উদ্ধার

সিরিয়া সীমান্তের কাছে লেবানন অংশে পাহাড়ি এলাকা থেকে শিশুসহ ১৫ সিরীয় শরণার্থীর বরফে জমে যাওয়া মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Jan 2018, 01:33 PM
Updated : 20 Jan 2018, 01:33 PM

বিবিসি জানায়, ওই শরণার্থীরা সীমান্ত অতিক্রমের সময় প্রচণ্ড ঠান্ডায় মারা গেছে। এলাকাটিতে তীব্র তুষারঝড়ের পর শুক্রবার ১৩ টি দেহ এবং শনিবার আরো দুটি দেহ উদ্ধার করেছে লেবাননের অসামরিক প্রতিরক্ষা কর্মকর্তারা।

মাসনা নামক ওই এলাকাটি দিয়ে চোরাচালান চলে। চোরাচালানিরা ওই শরণার্থীদের ফেলে পালায় বলে জানানো হয়েছে স্থানীয় কয়েকটি প্রতিবেদনে। দুই চোরাচালানি আটক হয়েছে। এক বালকসহ কয়েকজন শরণার্থীও উদ্ধার পেয়েছে।

সিরিয়ায় লড়াই থেকে বাঁচতে হাজার হাজার শরণার্থী যে পাহাড়ি পথে পালানোর চেষ্টা করেছে সে পথেই সীমান্ত পাড়ির চেষ্টায় ছিল শরণার্থীর ওই দলটি।

সিরিয়ায় ২০১১ সালে যুদ্ধ শুরুর পর থেকে লেবাননে পালিয়ে আশ্রয় নিয়েছে প্রায় ১০ লাখ সিরীয় শরণার্থী। লেবানন কর্র্তপক্ষ দেশে শরণার্থীর ঢল ঠেকানোর চেষ্টায় ২০১৫ সালে নতুন কড়াকড়ি আরোপ করে।