জম্মু সীমান্তে গুলিতে নিহত ২

ভারতের জম্মুতে পাকিস্তানি সেনাদের গুলিতে দুই বেসামরিক নাগরিক নিহত এবং তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।

নিউজডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Jan 2018, 08:56 AM
Updated : 19 Jan 2018, 10:44 AM

বিএসএফ কর্মকর্তার বরাত দিয়ে এনডিটিভি জানায়, গত দুই দিন ধরে আরএস পুরা, আরনিয়া, চাদওয়াল ও রামগড়ে সেক্টরে দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলি চলছে।

বৃহস্পতিবার রাতে সাই খুর্দে এক নারী এবং আরএস পুরা-আরনিয়া বেল্টের কারাটানায় এক পুরুষ নিহত হন। গুলিবিদ্ধ আরও তিন জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।

জম্মু সীমান্তে পাকিস্তানি র্যর‌্যাঞ্জাররা শুধু সীমান্ত চৌকিতে নয় স্থানীয় গ্রামবাসীদেরও গুলি করছে বলে এনডিটিভির খবরে বলা হয়েছে।

বুধবার আরএস পুরায় পাকিস্তানি সেনাদের গুলিতে বিএসিএফের এক জওয়ান এবং এক বেসামরিক নাগরিক নিহত হয়।

এরপর জম্মু সীমান্ত থেকে প্রায় একহাজার মানুষকে সরিয়ে নিয়ে সংঘাতময় এলাকার বিদ্যালয়গুলো বন্ধ রাখা হয়েছে।

কয়েক দিন আগে পুঞ্চ অঞ্চলে ভারতীয় সেনাদের গুলিতে সাত পাকিস্তানি সেনা নিহত হওয়ার পর জম্মু সীমান্তে ফের উত্তেজনা ছড়িয়ে পড়ে।