অলিম্পিকে এক পতাকাতলে হাঁটবে দুই কোরিয়া

আগামী মাসে শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে এক পতাকার নিচে পদযাত্রা করবে উত্তর ও দক্ষিণ কোরিয়া। দু’দেশের খেলোয়াড় নিয়ে গঠন করা হবে একটি যৌথ নারী আইস হকি দলও।

>>রয়টার্স
Published : 17 Jan 2018, 02:55 PM
Updated : 17 Jan 2018, 02:55 PM

বুধবার দুই কোরিয়া এক বিরল আলোচনায় এ নিয়ে একমত হয়েছে। সিউলে দুই কোরিয়ার একত্রীকরণ মন্ত্রণালয় এক যৌথ বিবৃতিতে এ খবর দিয়েছে।

উত্তর কোরিয়ার অলিম্পিকে অংশগ্রহণ নিয়ে দুই কোরিয়ার কর্মকর্তারা বুধবার ওই আলোচনায় বসেন।

ফেব্রুয়ারিতে দক্ষিণ কোরিয়ার পিয়ংচ্যাংয়ে শীতকালীন অলিম্পিক শুরু হবে। গত সপ্তাহে উত্তর কোরিয়া অলিম্পিকে তাদের দল পাঠানোর ঘোষণা দিয়েছে।

একত্রীকরণ মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, উত্তর কোরিয়া অলিম্পিকে ৫৫০ সদস্যের একটি প্রতিনিধি দল পাঠাবে। তাদের মধ্যে ২৩০ জন চিয়ারলিডার, ১৪০ জন শিল্পী এবং ৩০ জন তায়কোয়ান্দো খেলোয়াড়।

প্রতিনিধি দলটি আগামী ২৫ জানুয়ারি সিউলে পৌঁছাবে বলে বিবৃতিতে জানানো হয়।