ক্ষেপণাস্ত্র হামলার ভুল বার্তা এবার জাপানে

যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে ক্ষেপণাস্ত্র হামলার ভুল বার্তার তিনদিন পর একই ভুল করেছে জাপান।

এস এম নাদিম মাহমুদ, জাপান থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Jan 2018, 11:43 AM
Updated : 17 Jan 2018, 11:43 AM

রাষ্ট্রীয় টেলিভিশন এনএইচকে মঙ্গলবার সন্ধ্যায় তাদের অনলাইন ও মোবাইলের ক্ষুদে বার্তায় উত্তর কোরিয়া থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রের কথা জানায়।

তবে কয়েক ঘণ্টা পর ভুল বার্তার জন্য জাপানিদের কাছে ক্ষমা চেয়েছেন টেলিভিশন কর্তারা।

মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে তাদের ওয়েব সাইটে ব্রেকিং নিউজ দিয়ে বলা হয়, উত্তর কোরিয়া ফের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। সরকার পক্ষ থেকে জনসাধারণকে নিরাপদ আশ্রয়স্থলে থাকতে বলা হয়েছে।

একই ধরনের তথ্য দিয়ে টেলিভিশনটির মোবাইলে সংবাদ এলার্টও গ্রাহকদের কাছে পাঠানো হয়।

এমন সতর্ক বার্তা জারির পর জাপানের বিভিন্নজনের কাছে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। তয়োমা প্রদেশের শিনিচি কোয়েদা বলছেন, আমরা এই খবর দেখার পর রীতিমত আতংকগ্রস্ত হয়ে পড়ি। অনেকেই রাস্তা থেকে দূত বাড়ি ফেরে।

ওসাকার নাকানো মিয়িমা বলেন, যদিও আমাদের অঞ্চলে ক্ষেপণাস্ত্র আসার সম্ভবনা কম ছিল, এরপরও মোবাইল বার্তা পেয়ে কিছুটা হলেও বিচলিত হয়েছিলাম।

পরবর্তীতে এনএইচকে ভুল সংবাদের জন্য ক্ষমা চায়। কর্তৃপক্ষ বলছে, এটি মানবসৃষ্ট সমস্যা ছিল। সু্ইচিং সমস্যার কারণে সংবাদটি ভুল করে পাঠানো হয়েছিল। আমাদের গ্রাহকদের কাছে ক্ষমা চাই।