গোপন তথ্য রাখার অভিযোগে সাবেক সিআইএ কর্মকর্তা গ্রেপ্তার

দায়িত্ব ছাড়ার পরও অবৈধভাবে গোপনীয় তথ্য নিজের কাছে রাখার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সাবেক এক কর্মকর্তা। 

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Jan 2018, 07:04 AM
Updated : 17 Jan 2018, 07:12 AM

সোমবার নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দরে নামার পর জেরি চুন শিং লিকে আটক করা হয় বলে মার্কিন বিচার বিভাগ জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়া লি ১৯৯৪ থেকে ২০০৭ পর্যন্ত সিআইএতে কর্মরত ছিলেন। পরে তিনি হংকং চলে যান বলে বিবিসি জানিয়েছে।

২০১২ সালে একবার যুক্তরাষ্ট্রে এসেছিলেন লি। এফবিআই কর্মকর্তারা পরে তার হাওয়াই ও ভার্জিনিয়ার হোটেল কক্ষ থেকে গোপন তথ্যসম্বলিত দুটি ছোট বই উদ্ধার করেন।

বইগুলোর ভেতরে হাতে লেখা নোটে সাবেক এ গোয়েন্দা কর্মকর্তা ‘বিভিন্ন ব্যক্তি ও ছদ্মবেশি সিআইএ কর্মীদের নাম ও ফোন নম্বর’ টুকে রেখেছিলেন বলে অভিযোগ।

এক বিবৃতিতে মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, ৫৩ বছর বয়সী শিং লি-র বিরুদ্ধে ‘অবৈধভাবে জাতীয় প্রতিরক্ষার সঙ্গে সংশ্লিষ্ট তথ্য রাখার’ অভিযোগ আনা হয়েছে। দোষী প্রমাণিত হলে সাবেক এ সিআইএ কর্মকর্তার সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে বলে বিবৃতিতে জানানো হয়েছে। 

গোয়েন্দা কর্মকর্তা হিসেবে ক্যারিয়ার শুরু করা লি গোপনীয়তা রক্ষা ও তথ্য প্রকাশ না করার বিষয়ে চুক্তিবদ্ধ ছিলেন। তিনি জেন ছেং লি নামেও পরিচিত ছিলেন।

অভিযোগ বিষয়ে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে বিবিসি জানিয়েছে।