শীর্ষ কসোভো সার্ব নেতা ইভানোভিচ খুন

কসোভোর বিশিষ্ট সার্ব নেতা অলিভার ইভানোভিচকে দলীয় কার্যালয়ের সামনে গুলি করে হত্যা করা হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Jan 2018, 01:25 PM
Updated : 16 Jan 2018, 01:25 PM

তার আইনজীবী নেবজৎসা ব্লাজিকের বরাত দিয়ে বিবিসি জানায়, মিত্রোভিকার উত্তরে সার্ব নিয়ন্ত্রিত এলাকায় মঙ্গলবার ইভানোভিচের উপর এ হামলা হয়।

“চারটি গুলি ইভানোভিচের বুকে লাগে, হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।”

৬৪ বছরের এই রাজনীতিবিদকে হত্যার খবর পেয়ে কসোভো আলবেনীয়দের সঙ্গে ব্রাসেলসে ইইউ’র মধ্যস্থতায় চলমান শান্তি আলোচনা থেকে সার্বিয়া সরকারের আলোচকরা ওয়াকআউট করেছে।

সার্বিয়ার প্রতিনিধি মার্কো জুরিক বলেন, “এটি একটি অপরাধ এবং অবশ্যই এই সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার ও শাস্তি হতে হবে।”

সার্বিয়া থেকে  বিচ্ছিন্নতার পর থেকে কসোভোতে এখনও জাতিগত বিভেদ বিদ্যমান।

কসোভো সার্ব রাজনীতিবিদদের মধ্যে মধ্যপন্থি হিসাবে পরিচিত ছিলেন ইভানোভিচ। নেটো ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে নানা আলোচনায় তিনি নেতৃস্থানীয় ভূমিকায় ছিলেন।

যদিও ১৯৯৯ সালে আদিবাসী আলবানিয়দের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে যুদ্ধাপরাধের একটি মামলার পুনর্বিচারের মুখে পড়েছিলেন ইভানোভিচ।

২০১৬ সালে কসোভোয় ইইউ’র বিচারকরা তাকে নয় বছরের কারাদণ্ড দেন। কিন্তু এক বছর পর একটি আপিল আদালতে ওই শাস্তি বাতিল হয়ে যায়।

ইভানোভিচ বরাবরই নিজেকে নির্দোষ দাবি করেছেন।

২০০৮ সালে সার্বিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে কসোভো স্বাধীনতা ঘোষণা করে। বিশ্বের ১১৫টি দেশ তাদের স্বীকৃতি দিলেও সার্বিয়া ও তাদের মিত্র রাশিয়া স্বীকৃতি দেয়নি।