বেলজিয়ামে বিস্ফোরণে ৩টি ভবন ধ্বংস, নিহত ২

বেলজিয়ামের এন্টওয়ার্প শহরে একটি বিস্ফোরণে তিনটি ভবন ধ্বংস হয়ে দুইজন নিহত হয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Jan 2018, 09:51 AM
Updated : 16 Jan 2018, 09:51 AM

সোমবার সন্ধ্যার ওই ঘটনায় আরো ১৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মঙ্গলবার ভবনগুলোর ধ্বংসস্তূপের নিচে দুটি মৃতদেহ পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ।

আহতদের মধ্যে একজনের অবস্থা সঙ্কটজনক। পাঁচজন গুরুতর আঘাত পেয়েছেন।

শহরের এই অংশটিতে অনেক শিক্ষার্থী বসবাস করে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

বিস্ফোরণের কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে কোনো হামলার কথা নাকচ করেছেন তারা। এটি একটি গ্যাস বিস্ফোরণ হতে পারে বলে জানিয়েছে বেলজীয় গণমাধ্যম। 

২০১৬ সালের প্রাণঘাতী আত্মঘাতী বোমা হামলা ও ইউরোপজুড়ে জঙ্গি হামলার পর থেকে বেলিজিয়ামজুড়ে উচ্চ নিরাপত্তা সতর্কতা জারি রয়েছে।