১৬৮ আরোহী নিয়ে রানওয়ে থেকে ছিটকে গেল বিমান

তুরস্কের একটি বিমানবন্দরে ১৬৮ আরোহী নিয়ে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে গেছে যাত্রীবাহী একটি বিমান।

>>রয়টার্স
Published : 14 Jan 2018, 02:32 PM
Updated : 14 Jan 2018, 02:32 PM

বিমানটি সাগরে পড়া থেকে কোনোভাবে রক্ষা পেয়েছে। যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে তুরস্কের গণমাধ্যম।

শনিবার মধ্যরাতে পেগাসাস এয়ারলাইনসের বোয়িং ৭৩৭-৮০০ বিমানটি তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে যাত্রা করে উত্তর-পূর্ব তুরস্কের কৃষ্ণ সাগর উপকূলবর্তী ত্রাবজোন বিমানবন্দরে অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে। বিমানটি সাগরের তীরে গিয়ে আটকে যায়।

বিমানটি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ায় যাত্রীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। ছবিতে বিমানটিকে খাদের কিনারে মাটির ওপর পানির দিকে মুখ করা অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে।