ভারতে নৌকা উল্টে ২ স্কুলশিক্ষার্থী নিহত, নিখোঁজ আরও ৬

ভারতের মহারাষ্ট্রে নৌকা উল্টে দুই স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। নিখোঁজ আরও ৬ শিক্ষার্থীর সন্ধানে চলছে জোর অভিযান।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Jan 2018, 12:20 PM
Updated : 13 Jan 2018, 12:20 PM

শনিবার সকাল সাড়ে ১১টার দিকে ৪০ স্কুলশিক্ষার্থীবোঝাই নৌকাটি উপকূলীয় শহর দাহানুর কাছে উল্টে পড়ে বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

দাহানুর কে এল পোন্ডা হাইস্কুলের শিক্ষার্থীরা নৌকাটিতে করে পিকনিকে যাচ্ছিল। সেলফি তুলতে শিক্ষার্থীরা নৌকার একপাশে সরে এলে এটি উল্টে যায় বলে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে। এসময় শিশুদের গায়ে লাইফ জ্যাকেটও ছিল না।

ঘটনার পরপরই অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা মুম্বাইয়ের ১৩৫ কিলোমিটার দূরে পারনাকা সমুদ্রসৈকতের কাছে ভিড় জমান।

উল্টে পড়া নৌকার ৩২ শিক্ষার্থীকে জীবিত উদ্ধার করার কথা জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো; তাদের সবার অবস্থাই আশঙ্কামুক্ত।

নিখোঁজদের মধ্যে থেকে পরে দুইজনের লাশ উদ্ধার করা হয়। বাকিদের খোঁজে চলছে জোর তৎপরতা।

“উদ্ধার অভিযান চলছে। স্থানীয় কর্মকর্তা-কর্মচারীরা ঘটনাস্থলে অবস্থান করছেন। অন্যান্য বিভাগের উদ্ধারকর্মীরাও সঙ্গে আছেন,” ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন এক পুলিশ কর্মকর্তা।

ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ এ ঘটনায় শোক এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন।

দেশটিতে হরহামেশাই নৌকাডুবিতে হতাহতের ঘটনা ঘটে। গত বছরের নভেম্বরেও অন্ধ্র প্রদেশে নৌকা উল্টে অন্তত ১৬ জন নিহত হয়েছিলেন।