মুম্বাই উপকূলে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫

ভারতের মুম্বাই উপকূলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত পাঁচজন নিহত হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Jan 2018, 11:03 AM
Updated : 13 Jan 2018, 02:17 PM

শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে দশটার কিছু পরে ভারতের তেল ও প্রাকৃতিক গ্যাস কর্পোরেশনের (ওএনজিসি) এ কপ্টারটি আরব সাগরে দুর্ঘটনায় পড়ে বলে এনডিটিভি জানিয়েছে।

নিহতদের মধ্যে কোম্পানিটির এক জ্যেষ্ঠ কর্মকর্তাও আছেন।

বিধ্বস্ত হেলিকপ্টারটি উদ্ধার করা হয়েছে। নিখোঁজ দুইজনের সন্ধানে অভিযান চলছে বলে কোস্ট গার্ডের এক কর্মকর্তা জানিয়েছেন।  

পাওয়ান হানস কোম্পানির সাত বছর বয়সী ভিটিপিডব্লিউএ ডফিন এএস ৩৬৫এনথ্রি মডেলের চপারটি স্থানীয় সময় সকাল ১০টা ২০ মিনিটে জহু থেকে মুম্বাইয়ের হাই নর্থ ফিল্ডের দিকে রওনা হয়।

মুম্বাই থেকে ৩০ নটিকাল মাইল দূরে থাকা অবস্থায় সকাল ১০টা ৩৫ মিনিটে কপ্টারটির সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের শেষ যোগাযোগ হয়। এর কিছু সময় পরই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

কপ্টারটিতে দুই পাইলট ছাড়াও ওএনজিসির ৫ কর্মকর্তা ছিলেন।

“এই এলাকার দিকে আসা সব জাহাজ ও বিমানকে অন্য পথে সরিয়ে নেওয়া হয়েছে,” বলেন এক কর্মকর্তা।

আরেক কর্মকর্তা জানান, ভিটিপিডব্লিউএ ডফিন এএস ৩৬৫এনথ্রি কপ্টারটির ১০টা ৫৮ মিনিটে নর্থ ফিল্ডে নামার কথা ছিল।

“নির্ধারিত সময়ে এটি জায়গামতো পৌঁছায়নি, সাড়ে ১০টার পর থেকে সেটির সঙ্গে যোগাযোগও করা যাচ্ছিল না। এর পরপরই উদ্ধার অভিযান শুরু হয়,” বলেন তিনি।

হেলিকপ্টারটি কি কারণে বিধ্বস্ত হয়েছে তা জানাতে পারেননি কর্মকর্তারা। দুর্ঘটনার পরপরই ওএনজিসির স্পিডবোট ও অন্যান্য হেলিকপ্টার উদ্ধার তৎপরতা শুরু করে, পরে কোস্টগার্ড ও ভারতীয় নৌবাহিনী তাদের সঙ্গে যোগ দেয়।