সাহারায় তুষারপাত

চার দশকে চতুর্থবার পড়া তুষারে সাহারা মরুভূমির বালিয়াড়ি ৪০ সেন্টিমিটার পর্যন্ত ঢেকে গেছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Jan 2018, 07:53 AM
Updated : 11 Jan 2018, 08:10 AM

স্থানীয় সময় রোববার সকালের দিকে আলজেরিয়ান শহর আইন সেফরায় বিরল এ তুষারপাত শুরু হয় বলে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

আনন্দিত শিশুকিশোররা এ সময় কে কার আগে বরফের ঢাল বেয়ে নিচে গড়িয়ে পড়তে পারে, সে প্রতিযোগিতায় লিপ্ত হয়। 

 

তাপমাত্রা বাড়তে থাকায় দিনের শেষভাগে এ বরফ গলে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গত ৪০ বছরে এ নিয়ে চারবার সাহারার মরুভূমির ‘প্রবেশপথ’ খ্যাত শহরটিতে তুষারপাত হল।

১৯৭৯ সালে আধঘণ্টাব্যাপী চলা তুষারঝড়ে আইন সেফরার গাড়ি চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। দুই বছর আগে পুরো একদিন তুষারে আচ্ছাদিত ছিল মরুভূমি; গত বছরও আলজেরিয়ার এ শহরটি পেয়েছিল তুষারের দেখা।

 

যুক্তরাজ্যের আবহাওয়া দপ্তরের এক কর্মকর্তা ইন্ডিপেন্ডেন্টকে জানান, সচরাচর না হলেও সাহারায় তুষারপাতের কথা আগেও শোনা গেছে।

১৮৮১ সালে ফরাসী দূর্গশহর থেকে গোড়াপত্তন হয় আইন সেফরার। গ্রীষ্মে শহরটির গড় তাপমাত্রা থাকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের ওপরে; শীতকালে শহরটির সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ১০ দশমিক ২ ডিগ্রি।