কাতালুনিয়ার প্রেসিডেন্ট পদে ফের সমর্থন পাচ্ছেন পুজদেমন

স্পেনের কাতালুনিয়ায় স্বাধীনতাপন্থি প্রধান দুই দল আঞ্চলিক প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে ফের সাবেক নেতা কার্লেস পুজদেমনকে সমর্থন দিতে একাট্টা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Jan 2018, 01:40 PM
Updated : 10 Jan 2018, 01:40 PM

 জেপিসি (টুগেদার ফর কাতালুনিয়া) দলের প্রতিনিধি জর্ডি জুইক্লা বুধবার দুই দলের পক্ষ থেকে পুজদেমনকে সমর্থনের ঘোষণা দেন।  স্থানীয় একটি বেতারে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, তার দল এবং ইআরসি (রিপাবলিকান লেফ্ট অব কাতালুনিয়া) আবারও পুজদেমনকে আগের পদে দেখতে চায়।

 “২১ ডিসেম্বরের ভোটের ফল আমাদেরকে অধিকাংশের মতামত জানিয়ে দিয়েছে। নিশ্চিতভাবেই পুজদেমন প্রেসিডেন্ট প্রার্থী হবেন।”

স্পেন থেকে স্বাধীনতার প্রশ্নে গণভোট এবং স্বায়ত্ত্বশাসিত কাতালান পার্লামেন্টের প্রধান হিসেবে স্বাধীনতার ঘোষণা দিয়েই দেশ ছাড়েন পুজদেমন। বর্তমানে তিনি বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে স্বেচ্ছা নির্বাসনে আছেন।

স্বাধীনতা ঘোষণার পর স্পেনের কেন্দ্রীয় সরকার কাতালুনিয়ার নিয়ন্ত্রণ নিয়ে পার্লামেন্ট ভেঙে দেয় এবং আগাম নির্বাচনের তারিখ ঘোষণা করে।

কাতালুনিয়ায় গত ২১ ডিসেম্বরের ওই নির্বাচনে আবারও স্বাধীনতাপন্থিরাই জয়লাভ করে।

স্বাধীনতাপন্থি দলগুলো পুজদেমনকে আবারও ক্ষমতায় বসাতে চাইলেও দেশে ফিরলে গ্রেপ্তার হতে পরেন এ নেতা।

কারণ, তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ এবং জনগণের সম্পদ অপব্যবহারের মামলা করা হয়েছে।

পুজদেমন ছাড়া সম্ভাব্য অন্য প্রেসিডেন্ট প্রার্থী ইআরসি নেতা অরিঅল জুঙ্কুয়েরাস। কিন্তু তিনিও মাদ্রিদে কারাবন্দি আছেন।

স্পেন সরকার এ মাসের ১৭ তারিখের মধ্যে কাতালুনিয়ার নতুন পার্লামেন্টের প্রথম অধিবেশন শুরু করতে বলেছে।

পার্লামেন্ট গঠনের পর প্রেসিডেন্ট নির্বাচনের জন্য আস্থা ভোট হবে।