অস্ট্রেলিয়ায় প্রথম সমকামী বিয়ে

অস্ট্রেলিয়ায় সমকামী বিয়ে বৈধতা আইন চালুর পর প্রথম আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন দেশটির অ্যাথলেট জুটি লুক সুলিভান ও ক্রেইগ বার্নস।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Jan 2018, 04:16 PM
Updated : 9 Jan 2018, 04:16 PM

বিবিসি জানায়, মঙ্গলবার প্রথম প্রহরে নিউ সাউথ ওয়েলসে এই জুটি বিয়ে করেন। বিয়েতে দুই পরিবারের প্রায় ৫০ জন উপস্থিত ছিলেন।

সুলিভান বলেন, “সমতা, যেখানে আমরা বিয়ে করতে পেরেছি। এটা অস্ট্রেলিয়ার জন্য বিশাল বড় পদক্ষেপ।”

তার এক মিনিট পর মেলবোর্নে ডায়ানা এবং ডিয়ান রিবেরো জুটি বিয়ে করেন বলে জানায় বিবিসি।

গত মাসে অস্ট্রেলিয়ার পার্লামেন্টে সমকামী বিয়েকে বৈধতা দিয়ে আইন পাস হয়।

দেশজুড়ে চালানো এক জরিপে ৬১ শতাংশ মানুষ সমকামী বিয়ের পক্ষে মত দেওয়ার পর পার্লামেন্টে এ আইনের খসড়া প্রস্তাব উপস্থাপন করা হয় বলে জানায় বিবিসি।

বিশ্বের ২০টিরও বেশি দেশে সমকামী বিয়ে বৈধ। অস্ট্রেলিয়াও এখন সে কাতারে এল।