প্রেসিডেন্ট নির্বাচনে অপরাহকে স্বাগতম ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালের নির্বাচনে অপরাহ উইনফ্রের সঙ্গে খুশি মনেই প্রতিদ্বন্দ্বিতায় নামবেন বলে জানিয়েছেন হোয়াইট হাউজের মুখপাত্র।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Jan 2018, 04:09 PM
Updated : 9 Jan 2018, 04:09 PM

সোমবার মুখপাত্র হোগান গিডলি বলেন, “প্রতিদ্বন্দ্বী অপরাহ উইনফ্রে বা অন্য যে কেউই হন না কেন, আমরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি।”

গোল্ডেন গ্লোবসের সানডে নাইটে অপরাহ উইনফ্রের ব্যতিক্রমী বক্তৃতার পরপরই ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বিতা নিয়ে জল্পনা শুরু হয়।

পরদিন সকালে মার্কিন টিভি চ্যানেলগুলোতে ‘প্রেসিডেন্ট পদে অপরাহ?’ শিরোনামে দিনের প্রধান খবর প্রচারিত হয়।

উইনফ্রের কয়েকজন আস্থাভাজন সহযোগীও তাকে ব্যক্তিগতভাবে নির্বাচনী দৌড়ে নামার জন্য উৎসাহিত করছেন বলে জানা গেছে।

সোমবার সিএনএন’কে নাম প্রকাশে অনিচ্ছুক উইনফ্রে’র দুই ঘনিষ্ঠ বন্ধু জানান, তিনি খুব ‘সক্রিয়ভাবেই বিষয়টি নিয়ে চিন্তা-ভাবনা’ করছেন।

তবে উইনফ্রে এ ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন তার অপর এক বন্ধু।

উইনফ্রের একজন প্রতিনিধির কাছে নির্বাচনে দাঁড়ানোর বিষয়টি জানতে চাওয়া হলে তিনিও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি বলে জানায় বিবিসি।