যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে লড়বেন অপরাহ উইনফ্রে?

যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার কথা ভাবছেন দেশটির জনপ্রিয় টেলিভিশন টকশো’ উপস্থাপিকা অপরাহ উইনফ্রে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Jan 2018, 07:03 PM
Updated : 9 Jan 2018, 04:17 AM

সোমবার সিএনএন’কে উইনফ্রে’র দুই ঘনিষ্ঠ বন্ধু জানান, তিনি খুব “সক্রিয়ভাবেই বিষয়টি নিয়ে চিন্তা-ভাবনা” করছেন।

গোল্ডেন গ্লোবসের সানডে নাইটে ব্যতিক্রমী বক্তৃতা দিয়েছেন অপরাহ উইনফ্রে। তার ওই বক্তব্যের পরই ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে উইনফ্রে লড়তে পারেন বলে জল্পনা সৃষ্টি হয়েছে।

উইনফ্রের কয়েকজন আস্থাভাজন সহযোগীও তাকে ব্যক্তিগতভাবে নির্বাচনী দৌড়ে নামার জন্য উৎসাহিত করছেন।

তবে অপরাহ উইনফ্রে এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন তার এক বন্ধু। উইনফ্রের একজন প্রতিনিধির কাছে নির্বাচনে দাঁড়ানোর বিষয়টি জানতে চাওয়া হলে তিনিও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।

যুক্তরাষ্ট্রের আগামী নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী চূড়ান্তের প্রক্রিয়া এখনো শুরু হয়নি। এবছর মধ্যবর্তী নির্বাচনের পর সে প্রক্রিয়া শুরু হতে পারে।

তবে এখন থেকেই অনেক প্রার্থী প্রেসিডেন্ট পদে লড়াইয়ের জন্য মনোনয়ন পেতে দৌড়-ঝাঁপ শুরু করেছেন এবং আইওয়ায় দলটির কার্যালয়ে ধর্না দিচ্ছেন।

রোববার অপরাহ উইনফ্রে গোল্ডেন গ্লোবসের সিসিল বি. ডিমেল পুরস্কার নেওয়ার পর বিনোদন দুনিয়ায় ‘প্রেসিডেন্ট উইনফ্রে’ রব ওঠে।

আর এরপরই সকালে টিভি চ্যানেলগুলোতে ‘প্রেসিডেন্ট পদে অপরাহ?’ শিরোনামে দিনের প্রধান খবর প্রচারিত হয়েছে।

উইনফ্রে এর আগে গত অক্টোবরে সিবিএস নিউজে এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট পদে দাঁড়ানোর ব্যাপারে কোনো আগ্রহ দেখাননি।

তবে রোববার লস এঞ্জেলেস টাইমস পত্রিকা উইনফ্রের দীর্ঘদিনের পার্টনার স্টেডম্যান গ্রাহামের উদ্ধৃতি দিয়ে বলেছে, “বিষয়টি জনগণের ওপর নির্ভর করছে... তারা চাইলে উইনফ্রে অবশ্যই তা করবেন।”