যুক্তরাষ্ট্রে ঝড়ে বেহাল জেএফকে বিমানবন্দর

যুক্তরাষ্ট্রে চরম শৈত্যপ্রবাহ ও শীতকালীন ঝড়ের মধ্যে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের পাইপ ভেঙে পানি টার্মিনালে ঢুকে পড়ে যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Jan 2018, 01:26 PM
Updated : 8 Jan 2018, 01:26 PM

ঝড়ের কারণে বহু ফ্লাইট বাতিল হয়ে যাওয়ায় আগে থেকেই যাত্রীদের দুর্ভোগের মধ্যে রোববার বিকালে বিমানবন্দরের এ বেহাল অবস্থায় চরম বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়।

চার নম্বর টার্মিনাল পানিতে সয়লাব হয়ে আটকে পড়া যাত্রীদের মালপত্র ভিজে যায়। কয়েকঘণ্টার জন্য বন্ধ করে দেওয়া হয় টার্মিনাল। সেখানে প্রায় তিন ইঞ্চি পানি জমে থাকার কথা জানান বিমানবন্দরটি পরিচালনাকারী পোর্ট অথরিটির মুখপাত্র।

পোর্ট অথোরিটি জানিয়েছে, খারাপ আবহাওয়ার কারণেই পানির পাইপ ভেঙেছে বলে বলে ধারণা করা হচ্ছে। ফ্লাইট পরে শুরু হলেও বিলম্ব হয়েছে।

রোববার রাত ৮ টা নাগাদ জেএফকে’র ৫৫ টি ফ্লাইট বাতিল হয়ে গেছে এবং ২শ’ টি ফ্লাইটে বিলম্ব হয়েছে। এর আগে শনিবার বিমানবন্দরটিতে ৯৪ টি ফ্লাইট বাতিল হয়ে যায়।