সিরিয়ার ইদলিবে বিস্ফোরণে নিহত অন্তত ২৩

সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইদলিবে ভয়াবহ এক বিস্ফোরণে অন্তত ২৩ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে বলে যুদ্ধপরিস্থিতি পর্যবেক্ষক একটি আন্তর্জাতিক সংস্থা জানিয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Jan 2018, 06:15 AM
Updated : 8 Jan 2018, 06:40 AM

সরকারবিরোধী ক্ষুদ্র একটি বিদ্রোহী গোষ্ঠীর সদরদপ্তর লক্ষ্য করে রোববারের ওই বিস্ফোরণটি হয়, সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স।

ড্রোন না গাড়ি বোমা হামলায় ইদলিবের থালাথিন জেলাটি কেঁপে উঠেছি, তা নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনাস্থলে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স দেখার কথা জানিয়েছে যুদ্ধপরিস্থিতি পর্যবেক্ষকর সংস্থাটি।

বিদ্রোহী গোষ্ঠীটির সদরদপ্তর ও আশপাশের ভবনের ধ্বংসস্তুপ থেকে হতাহতদের উদ্ধারে কাজ চলছে।

নিহতদের মধ্যে সাতজন বেসামরিক নাগরিক, বাকিরা বিদ্রোহী গোষ্ঠীটির যোদ্ধা বলে সিরিয়ান অবজারভেটরি জানিয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা তাদের।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদবিরোধী গোষ্ঠীর অন্যতম সমর্থক দেশ তুরস্কের সীমান্তলাগোয়া ইদলিবকে সিরীয় বিদ্রোহীদের শক্ত ঘাঁটি হিসেবে বিবেচনা করা হয়।

আসাদবাহিনী ও এর মিত্ররা গত বছরের অক্টোবর থেকে প্রদেশটির নিয়ন্ত্রণ ফিরে পেতে অভিযান শুরু করে।

২০১৫ সালে সিরীয় বাহিনী প্রদেশটির নিয়ন্ত্রণ হারিয়েছিল। তখন থেকেই এটি তাহরির আল-শামের শক্ত ঘাঁটি; গোষ্ঠীটি সিরিয়ান আল কায়েদা কিংবা নুসরা ফ্রন্ট নামেও পরিচিত।