সেনেগালে বন্দুকধারীর হামলায় নিহত ১৩

সেনেগালের কাসামান্স অঞ্চলে বন্দুকধারীদের হামলায় অন্তত ১৩ জন নিহত এবং ৭ জন আহত হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

>>রয়টার্স
Published : 7 Jan 2018, 01:22 PM
Updated : 7 Jan 2018, 01:22 PM

শনিবার গিনি বিসাউ সীমান্ত থেকে ৬ মাইল দূরের বোরোফায়ে শহরে কাঠ কুড়াতে যাওয়া একদল মানুষের ওপর এ হামলা হয়।

হাসপাতালের কর্মীরা জানিয়েছে, কাউকে গুলি করে আবার কাউকে শিরশ্ছেদ করে হত্যা করা হয়েছে। নিহতরা বয়সে তরুণ।

তবে এ হামলা কারা এবং কেন চালিয়েছে তা জানা যায়নি।

সেনেগালের কাসামান্স দীর্ঘদিন ধরেই অশান্ত। স্বাধীনতার দাবিতে এখানে সরকারের সঙ্গে লড়াই করছে বিদ্রোহী দল মুভমেন্ট অব ডেমোক্রেটিক ফোর্সেস অব কাসামান্স (এমডিএফসি)। এ লড়াইয়ে হাজারো মানুষের প্রাণহানি ঘটেছে।

সেনাবাহিনী বলেছে, সম্প্রতি কারাগার থেকে এমডিএফসি’র দুই সদস্যের মুক্তির সঙ্গে ওই হামলার ঘটনার যোগসূত্র থাকতে পারে।