কাশ্মিরে বিস্ফোরণ, ৪ পুলিশ নিহত

ভারতের জম্মু ও কাশ্মিরের একটি বাজারে রিমোট কন্ট্রোল নিয়ন্ত্রিত বোমার বিস্ফোরণে চার পুলিশ সদস্য নিহত হয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Jan 2018, 08:48 AM
Updated : 6 Jan 2018, 08:48 AM

শনিবার সকালে সোপোরে এলাকায় একটি টহল দলকে লক্ষ্য বিস্ফোরণটি ঘটানো হয় বলে ধারণা পুলিশ কর্মকর্তাদের।

বিস্ফোরণে তিনটি দোকানও ভস্মীভূত হয়েছে বলে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

বিস্ফোরণস্থলটি ঘিরে রাখা হয়েছে। কাছাকাছি এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানও চলছে।

ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি নিহতদের পরিবারের প্রতি শোক জানিয়ে টুইট করেছেন।

গত সপ্তাহে জইশ ই মোহাম্মদের তিন সদস্য কাশ্মিরের পুলওয়ামার একটি পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে হামলা চালালে ৫ নিরাপত্তারক্ষী নিহত হয়।

হামলাকারী তিনজনও পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে নিহত হয় বলে ধারণা করা হচ্ছে।