মুম্বাইয়ে আবাসিক ভবনে অগ্নিকাণ্ড, শিশুসহ নিহত ৪

ভারতের পশ্চিমাঞ্চলীয় শহর মুম্বাইয়ের একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে দুই শিশুসহ চারজন নিহত হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Jan 2018, 08:55 AM
Updated : 4 Jan 2018, 08:55 AM

বুধবার স্থানীয় সময় রাত দেড়টার দিকে শহরের মেরল এলাকার মায়মুন মঞ্জিল ভবনে আগুন লাগে বলে এনডিটিভি জানিয়েছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে অগ্নিদগ্ধ ৯জনকে উদ্ধার করেন। কাছাকাছি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা এদের মধ্যে চারজনকে মৃত ঘোষণা করেন।

আহত বাকি পাঁচজনের অবস্থাও গুরুতর বলে কর্মকর্তারা জানিয়েছেন।

চারপাশে ছড়িয়ে পড়া আগুন ভোর ৫টার দিকে নিয়ন্ত্রণে আসে বলে এনডিটিভি জানিয়েছে।

কি কারণে আগুনের সূত্রপাত তা জানা যায়নি। অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত শুরু হয়েছে। 

এর আগে গত শুক্রবার মুম্বাইয়ের লোয়ার পারেল এলাকার কমলা মিলস কমপ্লেক্সের একটি রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের মৃত্যু হয়। কি কারণে ওই রেস্তোরাঁয় আগুন লেগেছিল তা এখনো নিশ্চিত হতে পারেননি কর্মকর্তারা। 

এক সপ্তাহের ব্যবধানে দুই দফা অগ্নিকাণ্ডের ঘটনায় ভারতের অন্যতম জনবহুলে এ শহরের নিরাপত্তা মান নিয়ে প্রশ্ন উঠেছে। সাম্প্রতিক মাসগুলোতে শহরটিতে বেশ কয়েকটি ভবন ধসের ঘটনায় হতাহতের সংখ্যাও জনসাধারণের উদ্বেগ বাড়াচ্ছে।