অলিম্পিক: উত্তরের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকের প্রস্তাব দ. কোরিয়ার

চলতি বছরের শীতকালীন অলিম্পিকে উত্তর কোরিয়ার অংশগ্রহণের সম্ভাবনা নিয়ে দেশটির সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করার প্রস্তাব দিয়েছে দক্ষিণ কোরিয়া।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Jan 2018, 09:08 AM
Updated : 2 Jan 2018, 09:08 AM

ফেব্রুয়ারিতে পিয়ংচ্যাংয়ে হতে যাওয়া অলিম্পিকে উত্তর কোরিয়া দল পাঠানোর চিন্তা করছে, কিম জং উনের এমন মন্তব্যের পরই সিউল এ পদক্ষেপ নিল বলে জানিয়েছে বিবিসি।

খ্রিস্টীয় নববর্ষ উপলক্ষে দেওয়া টেলিভশন ভাষণে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম বলেছিলেন, “(উত্তর কোরিয়ার অংশগ্রহণ) সম্ভাবনা নিয়ে উভয়পক্ষেরই দ্রুত আলোচনায় বসা উচিত।”

ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে কিমের ওই প্রস্তাবকে দুই দেশের ‘সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে সুযোগ’ হিসেবে দেখার কথা জানান দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন।

মঙ্গলবার দক্ষিণের পুনরেকত্রীকরণ মন্ত্রী ছো মিয়ং গিয়ুন ‘যুদ্ধবিরতি গ্রাম’ খ্যাত পানজামুনে ৯ জানুয়ারি দুই দেশের প্রতিনিধিদের আলোচনায় বসার প্রস্তাব দেন।

পানজামুন গ্রামটি দুই দেশের সুরক্ষিত সীমানার অ-সামরিক এলাকার মধ্যে পড়েছে; দুই দেশের মধ্যে অনেক আলোচনাই এখানে হয়েছে।

“এখানে মুখোমুখি বসে দুই দেশের প্রতিনিধিরা পিয়ংচ্যাংয়ে উত্তর কোরীয় দলের অংশগ্রহণসহ সম্পর্ক উন্নয়নে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়েও কথা বলবে বলে আমাদের আশা,” বলেন ছো।

৯ জানুয়ারির বৈঠকে দেশগুলোর প্রতিনিধি হিসেবে কারা অংশ নেবেন তা এখনো জানা যায়নি; শেষ খবর পাওয়া পর্যন্ত সিউলের প্রস্তাবের প্রতিক্রিয়াও জানায়নি পিয়ংইয়ং।

২০১৫ সালের ডিসেম্বরে কায়েসংয়ের যৌথ শিল্প এলাকায় দুই দেশের মধ্যে সর্বশেষ উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছিল। কোনো ধরণের সমঝোতা ছাড়াই সেবারের বৈঠক শেষ হয়েছিল, বৈঠকে কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছিল তাও প্রকাশ করা হয়নি।

মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার মন্ত্রিসভার বৈঠকে প্রেসিডেন্ট মুন জায়ে-ইন উত্তরের নেতা কিমের বক্তব্যকে স্বাগত জানান। এবারের শীতকালীন অলিম্পিক শান্তির পথে ‘চমৎকার সুযোগ’ সৃষ্টি করবে বলেও ধারণা তার।

অলিম্পিকে উত্তর কোরিয়ার প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করতে এবং দুই দেশের মধ্যে আলোচনা শুরু করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো দ্রুত ব্যবস্থা নেবে বলেও মুন জানান।

এসবের পাশাপাশি উত্তরের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধে মিত্রদেশগুলোর সঙ্গে যৌথ কার্যক্রমও অব্যাহত থাকবে, বলেন তিনি।

এদিকে শীতকালীন অলিম্পিকে উত্তর কোরিয়ার অংশগ্রহণের সিদ্ধান্তে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আয়োজক কমিটির প্রেসিডেন্ট লি হি-বিয়ম।

“এটা অনেকটা নববর্ষের উপহারের মত,” দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপকে এমনটাই বলেন লি।

মঙ্গলবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ জানায়, তাদের খেলোয়াড়রা শীতকালীন অলিম্পিকে বিজয় ছিনিয়ে আনতে দৃঢ প্রতিজ্ঞ।

উত্তর কোরীয় দুই ফিগার স্কেটার রিয়ম তায়ে-ওকে এবং কিম জু-সিক এ বছরের অলিম্পিকে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছেন।

প্রতিযোগীদের অংশগ্রহণ নিশ্চিতের আনুষ্ঠানিক সময় শেষ হয়ে গেলেও বিবিসি বলছে, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আমন্ত্রণ জানালে দুই স্কেটার এখনো শীতকালীন অলিম্পিকে অংশ নিতে পারবেন।