নতুন বছরে গাঁজা বৈধ হল ক্যালিফোর্নিয়ায়

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ১ জানুয়ারি ২০১৮ থেকে বিনোদনের জন্য গাঁজা বৈধ হচ্ছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Jan 2018, 02:31 PM
Updated : 1 Jan 2018, 03:09 PM

২১ বছরের বেশি বয়সীরা এখন থেকে ২৮ গ্রাম পরিমাণ গাঁজা সঙ্গে রাখতে পারবেন। এমনকি বাড়িতেও ছয়টি পর্যন্ত গাঁজা গাছ লাগাতে পারবেন।

তবে গাঁজা বিরোধীরা বলছেন, এর ফলে গাঁজায় নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো বেড়ে যাবে। মাদকাসক্ত হতে শুরু করবে তরুণরা।

ওদিকে, গাঁজা ব্যবসায়ীরা বলছেন, আগামী কয়েক বছরে এ থেকে শত শত কোটি ডলারের শিল্প গড়ে ওঠার ব্যাপারে তারা আশাবাদী।

গত বছর প্রেসিডেন্ট নির্বাচনের সময়ই ক্যালিফোর্নিয়ায় গাঁজা বৈধ করার প্রশ্নে অনুষ্ঠিত ভোটে জনগণ এর বৈধতার পক্ষে রায় দেয়।

তারপর থেকেই গাঁজা সংক্রান্ত নিয়মকানুন এবং কর কাঠামো তৈরির কাজ চলেছে।

ক্যালিফোর্নিয়া নিয়ে যুক্তরাষ্ট্রে এখন মোট ৬টি অঙ্গরাজ্যে গাঁজা বৈধ। প্রতি পাঁচ জনে একজন মার্কিনি এখন থেকে বৈধভাবে গাঁজা কিনতে পারবেন।

তারপরও যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার এখনো গাঁজা অবৈধ বলে মনে করে এবং এটি হেরোইন বা কোকেনের মত নিষিদ্ধ বস্তুর তালিকায় রেখেছে।

১৯৯৬ সালে ক্যালিফোর্নিয়ায় প্রথম ওষুধ হিসেবে ব্যবহারের জন্য গাঁজা  বৈধ করা হয়েছিল।