যুক্তরাষ্ট্র থেকে দূত ফিরিয়ে নিচ্ছে ফিলিস্তিন

যুক্তরাষ্ট্র থেকে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) দূত ফিরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে ফিলিস্তিন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Dec 2017, 07:10 PM
Updated : 31 Dec 2017, 08:58 PM

ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকি পিএলও দূত হুসাম জমলোত কে ফিরিয়ে নিচ্ছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা।

‘আলোচনার’ জন্য দূতকে ফিরিয়ে নেওয়া হচ্ছে জানিয়ে মালিকি বলেন, “ফিলিস্তিনের নেতারা আগামী দিনগুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ব্যাপারে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে আলোচনায় বসবেন।”

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসাবে স্বীকৃতি দেওয়ার কয়েক সপ্তাহের মাথায় ফিলিস্তিন এ পদক্ষেপ নিল।

ট্রাম্পের এ সিদ্ধান্তের পর মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের আর কোনও প্রস্তাব মানা হবে না বলে এরই মধ্যে জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

গত ৬ ডিসেম্বরে ট্রাম্পের জেরুজালেম স্বীকৃতির পর থেকে গাজা ও পশ্চিম তীরে ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে সংঘাত বেড়েছে। বিক্ষোভ-সংঘর্ষে এ পর্যন্ত ১৩ ফিলিস্তিনি নিহত হয়েছে।

ওদিকে, ট্রাম্পের জেরুজালেম স্বীকৃতি প্রত্যাহারের পক্ষে গত মাসের শেষ দিকে জাতিসংঘ সাধারণ পরিষদের আনা একটি প্রস্তাবনায় ভোট দিয়েছে ১শ’ টির বেশি দেশ।