উ. কোরিয়াকে তেল দেওয়া নিয়ে আরেক জাহাজ আটক

আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অমান্য করে উত্তর কোরিয়াকে তেল সরবরাহের সন্দেহে এবার পানামার পতাকাবাহী জাহাজ জব্দ করেছে দক্ষিণ কোরিয়া।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Dec 2017, 01:59 PM
Updated : 31 Dec 2017, 01:59 PM

কিছুদিন আগে একই কারণে হংকংয়ের একটি জাহাজ আটকের কথা জানানোর পর দ্বিতীয় এ জাহাজ জব্দের খবর দিল দক্ষিণ কোরিয়া।

দেশটির এক কাস্টমস কর্মকর্তারা রোববার জানান, পায়োংতায়েক-দাংজিন বন্দরে কেওটিআই নামের এ জাহাজটি জব্দ করা হয়েছে। তবে বিষয়টি স্পর্শকাতর হওয়ায় এ নিয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।

ইনচেনের দক্ষিণে দক্ষিণ কোরিয়ার পশ্চিম উপকূলে বন্দরটি অবস্থান। জাহাজটি ১৯ ডিসেম্বরে বন্দরে পৌঁছে।

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, জাহাজটি ৫ হাজার ১০০ টন তেল বহন করতে পারে এবং এর ক্রুদের অধিকাংশই চীন ও মিয়ানমারের নাগরিক। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা ও কাস্টমস বিভাগ যৌথভাবে বিষয়টি তদন্ত করে দেখছে।

এর আগে গত শুক্রবার দক্ষিণ কোরিয়া জানিয়েছিল, সাগরে উত্তর কোরিয়ার একটি জাহাজকে ৬০০ টন তেল সরবরাহ করায় নভেম্বরের শেষ দিকে হংকংয়ের পতাকাবাহী একটি জাহাজ জব্দ করেছে কর্তৃপক্ষ।

উত্তর কোরিয়ার সাম্প্রতিক পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার জেরে দেশটিতে তেল রপ্তানি নিষিদ্ধ করে গত সপ্তাহে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ নিষেধাজ্ঞার আওতায়ই জাহাজ দুটি জব্দ করল দক্ষিণ কোরিয়া।