বর্ষশেষের দিনে অস্ট্রেলিয়ায় নৌবিমান বিধ্বস্ত, নিহত ৬

সারা বিশ্বে নতুন বর্ষবরণের আনন্দের মাঝেই অস্ট্রেলিয়ার সিডনিতে এক মর্মান্তিক নৌবিমান দুর্ঘটনা কেড়ে নিয়েছে ৬ জনের প্রাণ।

>>রয়টার্স
Published : 31 Dec 2017, 11:58 AM
Updated : 31 Dec 2017, 11:58 AM

রোববার সিডনির হকেসবারি নদীতে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, নৌবিমানের পাঁচ আরোহী সিডনির উত্তরের নদীতীরবর্তী একটি রেস্তোরাঁ থেকে পার্টি শেষে নগরীর পূর্বের রোজ বে তে ফেরার সময় বিমানটি বিধ্বস্ত হয়ে ডুবে যায়।

সেটি বিধ্বস্তের কারণ এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। নিহত পাঁচ আরোহীর পরিচয়ও সনাক্ত হয়নি। নিহত ষষ্ঠ ব্যক্তি বিমানের পাইলট বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

যদিও অস্ট্রেলিয়ার কয়েকটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে নিহতদের মধ্যে চার জন যুক্তরাজ্যের নাগরিক বলা হয়েছে। কিন্তু স্থানীয় প্রশাসন বিষয়টি নিশ্চিত করতে পারেনি।

পুলিশের ভারপ্রাপ্ত মহাপরিদর্শক মাইকেল গোরম্যান বলেন, “আমরা বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলেছি। সমুদ্রের তলদেশে পড়ে থাকা ধ্বংসস্তুপও পরীক্ষা করা হবে।

“ঠিক কি কারণে নৌবিমানটি বিধ্বস্ত হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।”

ডুবুরীরা ‍মৃতদেহগুলো উদ্ধার করেছে। সেগুলোর পরিচয় সনাক্তের কাজ চলছে বলেও জানান তিনি।

১৯৩৮ সাল থেকে সিডনি সিপ্লেন্স অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের মধ্যে চলাচল শুরু করে।

যদিও পথে অন্তত ৩০ বার জ্বালানি নিতে থামতে হয়। তারপরও ‘ক্যাঙ্গারু রুট’ নামে পরিচিত পথটি শুরু থেকেই জনপ্রিয়।