কাশ্মিরের পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে সন্ত্রাসী হামলা, নিহত ৪

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের একটি পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে সন্ত্রাসী হামলায় চার পুলিশ সদস্য নিহত হয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Dec 2017, 06:59 AM
Updated : 31 Dec 2017, 02:30 PM

নিরাপত্তা বাহিনী দুই হামলাকারীকে গুলি করে হত্যা করেছে, সম্ভাব্য তৃতীয় হামলাকারীকে ধরতে অভিযান চলছে বলে পুলিশের বরাত দিয়ে জানায় এনডিটিভি।

শনিবার গভীর রাতে শ্রীনগরের ৩০ কিলোমিটার দূরে পুলওয়ামা জেলার লেথপোরা এলাকায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) ১৮৫ ব্যাটেলিয়নের প্রশিক্ষণ কেন্দ্রে  এ হামলা হয়।

পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী সংগঠন জইশ-ই-মোহাম্মদ হামলার দায় স্বীকার করেছে।

শনিবার মধ্যরাতের পর হামলাকারীরা প্রথমে গ্রেনেড ছোড়ে এবং এলোপাতাড়ি গুলি করতে করতে সিআরপিএফ প্রশিক্ষণ কেন্দ্রে প্রবেশ করে।

নিরাপত্তাবাহিনী কিছুক্ষণের মধ্যেই সেখানে অভিযান শুরু করে।

হামলার সময় সেখানে সিআরপিএফ’র কতসদস্য ছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি।

হামলার শুরুতেই গুলিবিদ্ধ সিআরপিএফ সদস্য সাইফুদ্দিন গনি ঘটনাস্থলেই মারা যান; আরও তিনজন গুলিবিদ্ধ হন।

পরে বন্দুকযুদ্ধে আরও দুই পুলিশ সদস্য নিহত হন। ভবনের ভেতর আটকা পড়া সিআরপিএফের আরেক কর্মকর্তা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।

এর আগে গত অগাস্টে পুলওয়ামার একটি পুলিশ কমপ্লেক্সে একই ধরণের এক সন্ত্রাসী হামলায় ৮ নিরাপত্তা রক্ষী নিহত হন; সেবার ১২ ঘণ্টারও বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী গোলাগুলিতে তিন সন্ত্রাসীও মারা পড়ে।

দুই মাস পর শ্রীনগর বিমানবন্দরের কাছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) একটি ক্যাম্পে বন্দুক ও বিস্ফোরকবোঝাই সশস্ত্র তিন সন্ত্রাসীর আত্মঘাতী হামলায় এক সৈন্য নিহত হয়েছিলেন। ১০ ঘণ্টার বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের সবাই নিহত হন।

জইশ-ই-মোহাম্মদের ‘আফজল গুরু স্কোয়াড’ ওই হামলায় দায় স্বীকার করেছিল।