দ্রুত কাতালুনিয়ার নুতন পার্লামেন্ট চায় স্পেন

কাতালুনিয়ার নতুন পার্লামেন্টের প্রথম অধিবেশন ১৭ জানুয়ারির মধ্যে শুরু হওয়া উচিত বলে মনে করেন স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাখায়।

>>রয়টার্স
Published : 30 Dec 2017, 04:25 PM
Updated : 30 Dec 2017, 04:25 PM

বার্তা সংস্থা রয়টার্স জানায়, শুক্রবার ২০১৭ সালকে বিদায় জানাতে এক ভাষণে রাখয় এ কথা বলেন।

ওই ভাষণে রাখয় বলেন, “আশা করছি দ্রুতই আমরা কাতালুনিয়ার সরকার দেখতে পাব, যারা আমাদের সঙ্গে আলোচনা শুরু করতে পারবে। নতুন সরকারকে সেখানে সবার সঙ্গে সম্পর্ক গড়তে সক্ষম হতে হবে, শুধু অর্ধেকের সঙ্গে নয়।”

পার্লামেন্ট গঠনের পর আঞ্চলিক সরকারের সম্ভাব্য নেতারা আস্থা ভোটের মুখোমুখি হবেন।

গত ১ অক্টোবরের গণভোট এবং স্বাধীনতা ঘোষণা নিয়ে নানা নাটকীয়তার পর স্পেন স্বায়ত্তশাসিত কাতালুনিয়ার নিয়ন্ত্রণ নেয় এবং কাতালান পার্লামেন্ট ভেঙ্গে দিয়ে আগাম নির্বাচন ঘোষণা করে।

যদিও ২১ ডিসেম্বরের নির্বাচনে আবারও স্বাধীনতাপন্থিরাই জয়লাভ করেছে।

স্বাধীনতাপন্থিরা স্বল্প ব্যবধানে সংখ্যাগোরিষ্ঠতা পেলেও তাদের সরকার গঠন করতে বেগ পেতে হবে বলে ধারণা করা হচ্ছে।

কারণ, তাদের জ্যেষ্ঠ নেতা অরিওল জানকুয়েরাস মাদ্রিদে বন্দি এবং সাবেক কাতালান প্রেসিডেন্ট কার্লেস পুজদেমন ব্রাসেলসে স্বেচ্ছা নির্বাসনে আছেন।