‘ইয়েমেনে বিমান হামলায় ১০ দিনেই নিহত ১০৯’

ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট বাহিনীর বিমান হামলায় গত ১০ দিনেই ১০৯ বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির শীর্ষ এক জাতিসংঘ কর্মকর্তা।

>>রয়টার্স
Published : 28 Dec 2017, 05:15 PM
Updated : 28 Dec 2017, 05:15 PM

জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের প্রাথমিক একটি প্রতিবেদন উদ্ধৃত করে এক বিবৃতিতে কর্মকর্তা জেমি ম্যাকগোল্ডরিক বলেন, মঙ্গলবার আল হায়মা এলাকার একটি ব্যস্ত বাজারে বিমান হামলায় ৫৪ জন নিহত এবং ৩২ জন আহত হয়। নিহতদের মধ্যে ৮ জন এবং আহতদের মধ্যে ৬ জন শিশু।

একইদিনে আত্তোহায়াতা এলাকায় একটি ফার্মে বিমান হামলায় ১৪ জন নিহত হয়। এছাড়াও, আশেপাশের কয়েকটি স্থানে বিমান হামলায় আরো ৪১ জন নিহত হয় এবং আহত হয় ৪৩ জন। গত ১০ দিনে হতাহতের এসব ঘটনা ঘটে।

লড়াইয়ে এ ব্যাপক প্রাণহানির ঘটনা অকল্পনীয় বলে মন্তব্য করেছেন ম্যাকগোল্ডরিক। তিনি বলেন, সৌদি-নেতৃত্বাধীন কোয়ালিশনসহ যুদ্ধে লিপ্ত সব পক্ষই মানুষের জীবনের ব্যাপারে কতটা উদাসীন এ থেকেই তা প্রমাণিত হয়।