‘ট্রাম্প স্টেশন’ গড়তে চায় ইসরায়েল

জেরুজালেমকে রাজধানীর স্বীকৃতি দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কৃতজ্ঞতা জানাতে তার নামে একটি রেলস্টেশন গড়তে চায় ইসরায়েল।

>>রয়টার্স
Published : 27 Dec 2017, 04:47 PM
Updated : 27 Dec 2017, 04:47 PM

কিন্তু স্টেশন তৈরির এ পরিকল্পনা ট্রাম্পের ওই বিতর্কিত সিদ্ধান্তের মতই বিভেদ উস্কে ‍দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

জেরুজালেমের ওল্ড সিটিতে ওয়েস্টার্ন ওয়ালের কাছের একটি সাবওয়ে স্টপে এই স্টেশন বানানোর পরিকল্পনার কথা বুধবার জানিয়েছেন ইসরায়েলের পরিবহনমন্ত্রী। ফিলিস্তিনিরা যে জায়গাটিকে তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী হিসাবে চায়, তার ঠিক মাঝামাঝি এলাকায় পড়ে এ জায়গাটি।

এক বিবৃতিতে পরিবহনমন্ত্রী বলেন, “আমি ওয়েস্টার্ন ওয়াল স্টেশনকে... যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছি। ইহুদি জনগণ এবং ইসরায়েল রাষ্ট্রের রাজধানী হিসাবে তার জেরুজালেমকে স্বীকৃতি দেওয়ার সাহসী ও ঐতিহাসিক পদক্ষেপের জন্যই এটি করা।”

তবে পরিকল্পনাটি এখনও প্রাথমিক পর্যায়ে আছে এবং এতে অন্যান্য বিভাগেরও অনুমোদন লাগবে বলে জানিয়েছেন ইসরায়েলের পরিবহন মন্ত্রণালয়ের এক মুখপাত্র।

ওদিকে, জেরুজালেমকে ট্রাম্পের স্বীকৃতির সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ ফিলিস্তিনি নেতারা তাৎক্ষণিকভাবে ইসরায়েলের এ পরিকল্পনার নিন্দা জানিয়েছে।