কাশ্মিরে ‘ভারতীয় হামলায়’ তিন পাকিস্তানি সেনা নিহত

কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি পাকিস্তান নিয়ন্ত্রিত এলাকায় তিন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Dec 2017, 09:43 AM
Updated : 26 Dec 2017, 09:44 AM

সোমবার রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি ও ডন নিউজ।

ভারতীয় সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাদের বরাত দিয়ে এনডিটিভি জানায়, পুঞ্চ সেক্টরে ভারতীয় সেনাবাহিনীর ১০ সদস্যের একটি বিশেষ দল নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে পাকিস্তানের একটি সেনাচৌকিতে হামলা চালিয়ে তিন সৈন্যকে হত্যা করেছে।

শনিবার কাশ্মিরের রাজৌরি এলাকায় পাকিস্তানি সীমান্তরক্ষী বাহিনীর হাতে এক মেজরসহ চার ভারতীয় সৈনিক নিহতের প্রতিক্রিয়ায় এ অভিযান হয় বলে দাবি ভারতীয় কর্মকর্তাদের।

পাকিস্তানি সেনারা ভারতীয় সেনাদের ওপর আক্রমণ চালালে ‘নিশ্চিতভাবেই তার প্রতিক্রিয়া’ দেখানো হবে, সোমবারের অভিযানের মাধ্যমে এ বিষয়ে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে বলেও সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে।

হামলার বিস্তারিত জানা না গেলেও ওই ‘অভিযানে ভারতীয় সেনাদের কেউ আহত হয়নি’ বলে জানিয়েছে এনডিটিভি।

পাকিস্তানি সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তরও (আইএসপিআর) তাদের তিন সেনা নিহতের কথা স্বীকার করেছে।

ডন নিউজের খবরে বলা হয়েছে, সোমবার সন্ধ্যায় রাওলাকোট এলাকার রুখ চাকরি সেক্টরে ভারতীয় বাহিনীর গোলায় তিন সৈন্য নিহত ও একজন আহত হয়েছেন। 

পাকিস্তান ভারতীয় হামলার জবাব দিয়েছে বলেও জানিয়েছে তারা।

কোনো ধরণের উসকানি ছাড়াই ‘যুদ্ধবিরতি লঙ্ঘন’ করে ভারত এ হামলা চালিয়েছে বলে দাবি পাক আইএসপিআরের।