জার্মানির পার্টি দপ্তরে আত্মঘাতী হামলার চেষ্টা

বার্লিনে জার্মানির সোস্যাল ডেমোক্রেটিক পার্টির (এসপিডি) প্রধান দপ্তরে বড়দিনের আগের রাতে এক ব্যক্তি গাড়ি নিয়ে আত্মঘাতী হামলার চেষ্টা চালিয়েছে।

নিউজডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Dec 2017, 12:16 PM
Updated : 25 Dec 2017, 12:16 PM

পুলিশের বরাত দিয়ে বিবিসি জানায়, স্থানীয় সময় প্রায় মধ্যরাতের (২৩:০০ জিএমটি) দিকে দ্রুতগতির একটি গাড়ি এসপিডি’র দপ্তর উইলি ব্রান্ট হাউজে কাচের ফটক ভেঙে ভেতরে ঢুকে পড়ে।

গাড়িতে পেট্রোল ও গ্যাস ভর্তি অনেকগুলো ক্যান ছিল বলে জানিয়েছে পুলিশ।

ফটকের সঙ্গে প্রচণ্ড সংঘর্ষে গাড়িতে আগুন ধরে গেলেও ভবনের স্বয়ংক্রিয় অগ্নিনির্বাপক ব্যবস্থায় তা দ্রুত নিয়ন্ত্রণে চলে আসে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।

এ ঘটনায় ওই গাড়ির চালক সামান্য আহত হয়েছেন, তাকে আটক করা হয়েছে।

৫৮ বছরের ওই ব্যক্তি আত্মঘাতী হওয়ার অভিপ্রায়ের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে বার্লিন পুলিশ।

তবে কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে ওই ব্যক্তির যোগাযোগ থাকার ইঙ্গিত এখনও পাওয়া যায়নি বলে জানায় স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যম।