কাবুলে গোয়েন্দা দপ্তরের কাছে আত্মঘাতী বিস্ফোরণে নিহত ৫

কাবুলে আফগানিস্তানের জাতীয় গোয়েন্দা সংস্থার দপ্তরের কাছে এক আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত হয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Dec 2017, 05:14 AM
Updated : 25 Dec 2017, 06:46 AM

সোমবার সকালের এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন বলে দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, খবর বার্তা সংস্থা রয়টার্সের।

সংস্থাটির প্রবেশ পথের কাছে বিস্ফোরণটি ঘটানো হয় বলে জানিয়েছেন নিরাপত্তা কর্মকর্তারা। হামলাকারী হেঁটে সেখানে এসেছিল বলে জানিয়েছেন তারা। হতাহতরা সবাই বেসামরিক পথচারি। 

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ জানিয়েছেন, অন্তত পাঁচজন নিহত ও দুইজন আহত হয়েছেন। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইসলামিক স্টেট (আইএস) হামলার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে জঙ্গিগোষ্ঠীটির মুখপত্র এএমএকিউ (আমাক)।

এক সপ্তাহ আগে কাবুলে আফগানিস্তানের ন্যাশনাল ডিরেক্টরেট ফর সিকিউরিটির একটি প্রশিক্ষণ কেন্দ্রে আরেকটি আত্মঘাতী হামলা চালানো হয়েছিল। তখন উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতির আগেই হামলাকারীদের হত্যা করেছিল নিরাপত্তা বাহিনী।

ওই হামলার দায়ও স্বীকার করেছিল আইএস।