পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় এক পরিবারের ১০ জন নিহত

পাকিস্তানের সিন্ধু প্রদেশে বিপরীতমুখি দুটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি মাইক্রোবাসের সংঘর্ষে এক পরিবারের ১০ জন নিহত হয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Dec 2017, 08:33 AM
Updated : 24 Dec 2017, 08:34 AM

রোববার সকালে প্রদেশটির সান শহরের কাছে সিন্ধু মহাসড়কে এ দুর্ঘটনায় বেশ কয়েকজন আহতও হয়েছেন বলে জানিয়েছে পুলিশ, খবর ডন নিউজের।

জ্যেষ্ঠ পুলিশ সুপার ইরফান বাহাদুর জানিয়েছেন, শেওয়ানের দিক থেকে আসা একটি কোচ ও জামশরো থেকে আসা অপর একটি কোচের সঙ্গে লারকানাগামী মাইক্রোবাসটির সংঘর্ষ হয়।

পুলিশ বলছে, যাত্রীবাহী কোচ দুটির অতিরিক্ত গতিই এ দুর্ঘটনার কারণ।  

দুটি বাসের মাঝখানে পড়ে মাইক্রোবাসটি চ্যাপ্টা হয়ে গেছে এবং আরোহী চারটি শিশু, চারজন নারী ও এক পুরুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে এসএসপি ইরফান। এরা সবাই এক পরিবারের সদস্য।

অপরদিকে পাকিস্তানের সামা টিভি এ দুর্ঘটনায় ছয়টি শিশু, তিন নারী ও এক পুরুষ নিহত হওয়ার কথা জানিয়েছে।

দুর্ঘটনায় পড়া বাস দুটির কিছু যাত্রীও আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর দুটি বাসের চালকই পালিয়ে গেছেন বলে জানিয়েছেন ইরফান।