ফিলিপিন্সে শপিং মলে আগুনে নিহত ৩৭

ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলীয় শহর দাভাওয়ে একটি শপিং মলে আগুন লেগে অন্তত ৩৭ জন নিহত হয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Dec 2017, 03:58 AM
Updated : 24 Dec 2017, 10:42 AM

নিহতদের অধিকাংশই শপিং মলটির একটি কল সেন্টারের কর্মী বলে রোববার জানিয়েছেন শহর কর্তৃপক্ষের কর্মকর্তারা, খবর বার্তা সংস্থা রয়টার্সের। 

ফিলিপিন্সের প্রেসিডেন্ট রডরিগো দুতার্তের জ্যেষ্ঠ পুত্র দাভাওয়ের ভাইস মেয়র পাওলো দুতার্তে জানিয়েছেন, এনসিসি শপিং মলের ঘটনায় নিখোঁজ ৩৭ জনের কারো বেঁচে থাকার সম্ভাবনা ‘শূন্য’।

আগুন থেকে বাঁচতে লোকজন শপিং মলটির ছাদে আশ্রয় নিয়েছিলেন, পেছনে ধোঁয়া দেখা যাচ্ছে; ২৩ ডিসেম্বর, ২০১৭। রয়টার্স

“আসুন আমরা তাদের জন্য প্রার্থনা করি,” বলেছেন তিনি।

শনিবার মার্কেটটির তৃতীয় তলার একটি ফার্নিচারের দোকানে আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই তা উপরের তলার একটি আউটসোর্সিং প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে বলে জানিয়েছেন শহর কর্তৃপক্ষের মুখপাত্র মা. তেরেসিতা গাসপান।

আগুন লাগার কারণ জানা যায়নি এবং ঘটনার বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

শনিবার রাতে প্রেসিডেন্ট দুতার্তে ও তার কন্যা দাভাওয়ের মেয়র সারা দুতার্তে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা নিখোঁজ ও বেঁচে যাওয়া লোকজনের উদ্বিগ্ন স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।