এথেন্সে আদালতের বাইরে বিস্ফোরণ, কেউ হতাহত হয়নি

গ্রিসের রাজধানী এথেন্সে আপিল আদালতের বাইরে হাতে বানানো একটি বোমার বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Dec 2017, 10:08 AM
Updated : 22 Dec 2017, 10:08 AM

স্থানীয় সময় শুক্রবার ভোরের দিকে ওই বিস্ফোরণে ভবনের জানালার কাচ ভেঙ্গে যায় এবং প্রধান প্রবেশদ্বারের কিছু অংশ ক্ষতি হয়।

এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে বার্তা সাংস্থা রয়টার্স।

ওই সময় আদালতের একজন নিরপত্তারক্ষীর দিকে কয়েক রাউন্ড গুলি ছোড়া হয় বলে জানান বিচারমন্ত্রী স্টাভরোস কনটোনিস।

রাষ্ট্রীয় টেলিভিশনে তিনি বলেন, “এ ঘনটার পর ওই আদালতের কার্যক্রম একদিনের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে, কেউ হতাহত হয়নি।”

বিস্ফোরণের আগে বৃহস্পতিবার গভীর রাতে গ্রিসের দুটি সংবাদমাধ্যমকে হামলার হুমকি দেওয়া হয়েছিল বলে এক পুলিশ কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন।

হামলার পর আদালত প্রাঙ্গন ঘিরে রেখেছে পুলিশ।

আদালত ভবনের বাইরে বিস্ফোরক বোঝাই একটি ব্যাগ খুঁজে পাওয়া গেছে।

কাছাকাছি এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ নিয়ে ঘটনার তদন্ত হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।