১০৩ বছর পর মিলল নিখোঁজ সাবমেরিন!

১০৩ বছর ধরে অনুসন্ধান চালিয়ে খোঁজ মিলেছে প্রথম বিশ্বযুদ্ধের সময় হারিয়ে যাওয়া অস্ট্রেলিয়ার একটি সাবমেরিনের।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Dec 2017, 04:56 PM
Updated : 21 Dec 2017, 04:56 PM

এইচএমএএস এই-১ নামের এ সাবমেরিন ১৯১৪ সালের ১৪ সেপ্টেম্বরে পাপুয়া নিউগিনির রাবাউল থেকে নিখোঁজ হয়েছিল।

৩৫ ব্রিটিশ ও অস্ট্রেলীয় ক্রু নিয়ে হারিয়ে গিয়েছিল সাবমেরিনটি। এরই ধ্বংসাবশেষ শতবছর পর পাপুয়া নিউ গিনির ডিউক অব ইয়র্ক দ্বীপপুঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ সাবমেরিনটি উদ্ধারে ১৩টি অভিযান চালিয়েছে। শেষ পর্যন্ত এটি উদ্ধার করতে পেরে অস্ট্রেলিয়া তাদের সবচেয়ে পুরানো সাবমেরিন হারানোর রহস্যের জট খুলতে পারল।

অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী মারাইজ পেইন বৃহস্পতিবার বলেছেন, “প্রথম যুগের সাবমেরিন উদ্ধার করতে পারাটা অস্ট্রেলিয়ার নৌবাহিনীর ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মাইলফলক ঘটনা।”

তিনি বলেন, ‘প্রথম বিশ্বযুদ্ধে অস্ট্রেলিয়ার রয়াল নেভি ও এর মিত্র বাহিনীর প্রথম হারিয়ে যাওয়া সাবমেরিন ছিল এটি। অস্ট্রেলিয়া ও এর মিত্রদের জন্য এটি ছিল বড় ধরনের দুঃসংবাদ।”