দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২৯

দক্ষিণ কোরিয়ার দক্ষিণাঞ্চলীয় জেচিয়ন শহরের একটি স্পোর্টস সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৯ জন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছেন।

>>রয়টার্স
Published : 21 Dec 2017, 04:15 PM
Updated : 21 Dec 2017, 04:21 PM

বৃহস্পতিবার বিকালের দিকে ৮ তলা ভবনের বেজমেন্ট থেকে আগুন ছড়িয়ে পড়ে।

১ তলায় গাড়ি পর্কিংয়ের জায়গায় আগুন লাগে বলে রয়টার্সকে জানিয়েছেন এক কর্মকর্তা।

অগ্নিনির্বাপন কর্মকর্তারা বলছেন, ভবনের দ্বিতীয় তলায় যেখানে স্টীম বাথের ব্যবস্থা রয়েছে সেখানেই বেশি মানুষ নিহত হয়েছে। নিহতদের মধ্যে ১২ জন নারী ও তিনজন পুরুষ। আর ১৩ টি দেহ চেনা যাচ্ছে না।

মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা প্রকাশ করেছেন কর্মকর্তারা।

ঘটনাস্থলে ৬০ জন অগ্নিনির্বাপক কর্মী হতাহতদের উদ্ধারের চেষ্টা করছেন। তবে ধোঁয়ার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।

আগুন লাগা ওই  ভবনটিতে ফিটনেস সেন্টার, রেস্তোরাঁ এবং পাবলিক সওনা রয়েছে। ভবনটি দর্শনার্থীদের কাছে জনপ্রিয়।

স্থানীয় একটি সংবাদ চ্যানেলে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।