মেলবোর্নে পথচারীদের ওপর চলন্ত গাড়ি, চালক গ্রেপ্তার

অস্ট্রেলিয়ার মেলবোর্নে পথচারীদের মধ্যদিয়ে গাড়ি চালিয়ে দেওয়ায় এক চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Dec 2017, 07:01 AM
Updated : 21 Dec 2017, 07:13 AM

ভিক্টোরিয়া পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার শহরের কেন্দ্রস্থলের ফ্লিনডার্স স্ট্রিটের একটি ব্যস্ত মোড়ে গাড়িটি ‘কিছু সংখ্যক পথচারীকে ধাক্কা দিয়েছে’।

বিবিসি জানিয়েছে, সঠিক পরিস্থিতি সম্পর্কে পরিষ্কার হওয়া যায়নি এবং এ ঘটনায় কতোজন আহত হয়েছেন পুলিশ তা জানে না বলে জানিয়েছে।

ঘটনাস্থলের ছবিগুলোতে দেখা গেছে, বড় একটি সাদা গাড়ির সামনে রাস্তায় বেশ কিছু মানুষ পড়ে রয়েছেন।

গণমাধ্যমের প্রতিবেদনগুলোতে ১৬ জনেরও বেশি আহত হয়ে থাকতে পারেন বলে বলা হচ্ছে।

স্থানীয় রেডিও স্টেশন ৩এডব্লিউকে এক প্রত্যক্ষদর্শী বলেছেন, “গাড়িটি নিচে পড়া প্রত্যেককে পিষে ফেলেছে, লোকজন চারদিকে উড়ে পড়েছে।”

লোকজনকে ওই এলাকাটি এড়িয়ে চলতে পরামর্শ দিয়েছে পুলিশ। ঘটনাটির সঙ্গে সন্ত্রাসের কোনো যোগ আছে এমন কোনো ইঙ্গিত পাওয়া গেছে কিনা তা জানাননি তারা। 

গাড়িটির চালককে গ্রেপ্তার করা হয়েছে বলে এক টুইটে জানিয়েছে পুলিশ।