ট্রাম্পের জনপ্রিয়তা কমে এখন মাত্র ৩৫ শতাংশ!

শাসনামল একবছর না পেরোতেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা নতুন করে আরেক ধাপ নিচে নেমেছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Dec 2017, 04:14 PM
Updated : 20 Dec 2017, 04:14 PM

মঙ্গলবার সিএনএন এর এক মতামত জরিপে দেখা গেছে, ট্রাম্পের জনপ্রিয়তা এখন কমে দাঁড়িয়েছে মাত্র ৩৫ শতাংশে।

এর আগে ট্রাম্প ক্ষমতা নেওয়ার পরপরই গত মার্চে তার জনপ্রিয়তা ছিল ৪৫ শতাংশ। সে হিসাবে দেখা যাচ্ছে, তার জনসমর্থন উল্লেখযোগ্য হারে কমে এত নিচে এসে ঠেকেছে।

১৪ থেকে ১৭ ডিসেম্বরের মধ্যে ১,০০১ জনের ওপর সিএনএন এর এ মতামত জরিপটি চালিয়েছে এসএসআরএস। এতে ৫৯ শতাংশ মার্কিনিই ট্রাম্প ঠিকভাবে দেশ পরিচালনা করছেন না বলে মত দিয়েছে।

এর আগে কোনও মার্কিন প্রেসিডেন্টের ক্ষেত্রেই শাসনক্ষমতার প্রথম বছরশেষে জনপ্রিয়তায় এমন ধস দেখা যায়নি।

ক্ষমতার প্রথমবছর শেষে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের জনপ্রিয়তা ছিল ৮৬ শতাংশ,  জন এফ কেনেডির ছিল ৭৭ শতাংশ, জর্জ এইচ. ডব্লিউ বুশের ছিল ৭১ শতাংশ জনসমর্থন।

রিচার্ড নিক্সন, জিমি কার্টার, বিল ক্লিনটন এমনকি বারাক ওবামারও জনপ্রিয়তা ৫০ শতাংশ থেকে আরো ওপরের দিকে ছিল। এদিক থেকে কিছুটা পিছিয়ে ছিলেন রোনাল্ড রিগান। প্রথমবছর শেষে তার জনসমর্থন ছিল ৪৯ শতাংশ। ট্রাম্প সেটুকুও অর্জন করতে পারেননি।

নিজের দলে ট্রাম্পের সমর্থন ভাল। এ হার ৮৫ শতাংশ। কিন্তু স্বতন্ত্রদের মধ্যে তার সমর্থন ৩৩ শতাংশ এবং ডেমোক্র্যাটদের মধ্যে মাত্র ৪ শতাংশ।