‘এবছর বিশ্বে নিহত হয়েছে ৬৫ গণমাধ্যমকর্মী’

বিশ্বজুড়ে এবছর অন্তত ৬৫ জন গণমাধ্যমকর্মী দায়িত্ব পালন করতে গিয়ে নিহত হয়েছেন।এদের মধ্যে ৫০ জনই পেশাদার সাংবাদিক৷

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Dec 2017, 03:30 PM
Updated : 19 Dec 2017, 05:17 PM

গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা সংগঠন ‘রিপোর্টারস উইদাউট বর্ডারর্স’ এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সাংবাদিকদের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ ৫ টি দেশ হচ্ছে: সিরিয়া, মেক্সিকো, আফগানিস্তান, ইরাক ও ফিলিপিন্স।

সশস্ত্র লড়াই চলছে এমন অঞ্চলে ৩৫ জন এবং এ ধরনের অঞ্চলের বাইরে ৩০ জন নিহত হয়েছে।

নিহতদের মধ্যে ৩৯ জনকেই তাদের প্রকাশিত প্রতিবেদনের কারণে হত্যা করা হয়েছে। বাকি ২৬ জন দায়িত্ব পালনের সময় গোলা বা বোমার আঘাতে প্রাণ হারান।

রিপোর্টাস উইদাউট বর্ডারস এর পরিচালনা পর্ষদের সদস্য কাতজা গ্লোজার বলেন, “অনেক সাংবাদিক যুদ্ধাঞ্চলের বাইরে নিহত হয়েছেন, যা খুবই উদ্বেগজনক।”

বর্তমানে তিনশ’র বেশি সাংবাদিক কারাগারে আছেন বলেও প্রতিবেদনে জানানো হয়।

তাদের মধ্যে অর্ধেকের বেশি তুরস্ক, চীন, সিরিয়া, ইরান ও ভিয়েতনামের কারাগারে বন্দি আছেন।