ওয়ানাক্রাই সাইবার হামলা: উত্তর কোরিয়াকে দুষছে যুক্তরাষ্ট্র

চলতি বছরের মাঝামাঝি হাসপাতাল, ব্যাংকসহ বিশ্বের অসংখ্য প্রতিষ্ঠান যে সাইবার হামলায় পঙ্গু হয়ে গিয়েছিল, সেই ওয়ানাক্রাই হামলার জন্য উত্তর কোরিয়াকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Dec 2017, 06:50 AM
Updated : 19 Dec 2017, 07:13 AM

সোমবার ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক নিবন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভ্যন্তরীণ নিরাপত্তা উপদেষ্টা টম বোসার্ট মে মাসের সাইবার হামলার জন্য পিয়ংইয়ংকে দোষ দিয়েছেন বলে খবর রয়টার্সের।

সংক্ষিপ্ত ওই নিবন্ধে বোসার্ট বলেছেন,“ব্যাপক ওই হামলায় শতকোটি ডলারের ক্ষতি হয়েছে, উত্তর কোরিয়া এর জন্য সরাসরি দায়ী। দশকেরও বেশি সময় ধরে উত্তর কোরিয়া লাগামছাড়া মন্দ কাজ করে যাচ্ছে, এর বিদ্বেষপরায়ণ আচরণ আরও প্রবল হচ্ছে।”

ওয়ানাক্রাইকে ‘বিবেচনাহীন বেপরোয়া’ হামলা বলেও উল্লেখ করেছেন তিনি।

এই সাইবার হামলার জন্য পিয়ংইয়ংকে আনুষ্ঠানিকভাবে দায়ী করে মঙ্গলবার হোয়াইট হাউস বিবৃতি দেবে বলে ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন।

উত্তর কোরিয়ার সরকারের পক্ষ হয়ে কাজ করা হ্যাকিং গোষ্ঠী ল্যাজারাস গ্রুপই যে ওয়ানাক্রাই হামলার জন্য দায়ী এ বিষয়ে যুক্তরাষ্ট্র সরকার ‘নিঃসন্দেহ’ বলেও মন্তব্য করেন ওই কর্মকর্তা, পরিচয় প্রকাশ না করার শর্তে তিনি এ বিষয়ে সরকারি তদন্ত নিয়ে কথা বলেছেন। 

২০১৪ সালে সনি পিকচারস এনটারটেইনমেন্ট হ্যাকিংয়ের পর প্রতিষ্ঠানটির করপোরেট যোগাযোগের অনেক কিছু অনলাইনে ফাঁসের পেছনেও ল্যাজারাস গ্রুপ ছিল বলে মনে করেন নিরাপত্তা গবেষক এবং মার্কিন প্রশাসনের কর্মকর্তারা। ওই হ্যাকিংয়ের কারণে প্রতিষ্ঠানটির বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে চাকরিও ছাড়তে হয়েছিল। 

যু্ক্তরাষ্ট্রের দোষারোপ বিষয়ে উত্তর কোরীয় সরকারের মুখপাত্রের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি; দেশটি ধারাবাহিকভাবে ওয়ানাক্রাই এবং অন্যান্য সাইবার হামলার দায় অস্বীকার করে আসছে।

যুক্তরাজ্য সরকার, সাইবার ফার্ম সিমেনটেকসহ অনেক প্রতিষ্ঠানের নিরাপত্তা গবেষকরাই র‌্যানসমওয়্যার ব্যবহার করে চালানো হামলার জন্য উত্তর কোরিয়াকে দায়ী করে আসছেন। মে মাসের ওই হামলায় খুব অল্প সময়ের মধ্যেই শতাধিক দেশের তিন লাখেরও বেশি কম্পিউটার আক্রান্ত হয়েছিল।

প্রযুক্তি বিশেষজ্ঞরা তখন বলেছিলেন, ম্যালওয়্যার ‘ওয়ানাক্রাই’ এর নতুন কয়েকটি সংস্করণের মাধ্যমে এই সাইবার হামলা চালানো হয়েছে।