গুজরাটে কানঘেঁষে বিজেপি’র জয়, শক্তি বাড়াল কংগ্রেস

ভারতে গুজরাট রাজ্যের বিধানসভা নির্বাচনে কানঘেঁষে ষষ্ঠ বারের মতো ক্ষমতায় এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। কমেছে অনেকগুলো আসন। অন্যদিকে, আসন বাড়িয়ে শক্তি সঞ্চয় করেছে ভারতীয় জাতীয় কংগ্রেস।

নিউজডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Dec 2017, 02:36 PM
Updated : 18 Dec 2017, 02:56 PM

বিজেপি’র শক্ত ঘাঁটি গুজরাটে এবারই সবচেয়ে উত্তপ্ত রাজনৈতিক লড়াই দেখেছে মানুষ। ব্যবধান কমিয়ে বিজেপি’কে সমানে সমান টক্কর দিয়েছে কংগ্রেস। যার জেরে আসন কমে বিজেপি’র বিধায়ক তিন সংখ্যা থেকে নেমে এসেছে দু’সংখ্যায়।

১৮২ সদস্য বিশিষ্ট গুজরাট বিধানসভায় ১০৮ থেকেও কমে ৯৯ এ নেমে গেছে বিজেপি’র আসন। ওদিকে, কংগ্রেস পেয়েছে ৮০ টি আসন।

গতবার, অর্থাৎ ২০১২ সালের বিধানসভা নির্বাচনে ১১৫টি আসন পেয়েছিল বিজেপি। অন্যদিকে, ৬১টি আসন পেয়েছিল কংগ্রেস। এবার সে আসন সংখ্যা অনেকটাই বাড়ল কংগ্রেসের।

অন্যান্যরা পেয়েছে ২টি আসন। ফলে আবারও ক্ষমতায় এলেও অস্বস্তির কাঁটা রয়ে গেছে বিজেপি’র। নির্বাচনে শহর এলাকায় বিজেপির ফল ভালো হয়েছে। কিন্তু গ্রামীন এলাকায় মুখ থুবড়ে পড়েছে দলটি।

ওদিকে, হিমাচলের নির্বাচনে দেখা গেছে ভিন্ন চিত্র। সেখানে ১১ শতাংশ ভোট বাড়িয়ে জয় পেয়েছে বিজেপি। বেড়েছে আসন সংখ্যাও। অন্যদিকে, কংগ্রেস ভোট বাড়াতে পারলেও আসন সংখ্যা কমেছে।

হিমাচলের ৬৮ আসনের বিধানসভায় ৪৪টি আসনে জয় পেয়েছে বিজেপি। কংগ্রেস পেয়েছে ২১টি আসন।

গতবারের নির্বাচনে ৩৬ আসনে জিতে ক্ষমতায় এসেছিল কংগ্রেস। বিজেপি পেয়েছিল ২৬ আসন।

এবার বিজেপি ১৮টি আসন বেশি পেয়েছে। আর কংগ্রেস হারিয়েছে ১৫ টি আসন। কংগ্রেস এ ফল মেনে নেওয়ার ঘোষণা দিয়েছে।

দিল্লিতে দলের প্রধান কার্যালয়ে বিজেপি’র প্রেসিডেন্ট অমিত শাহ বলেছেন, ‘উন্নয়নের যে নীতি আমরা গ্রহণ করেছি’ নির্বাচনী ফল সে নীতিরই বিজয়ের ইঙ্গিত দিচ্ছে।