কাবুলের গোয়েন্দা দপ্তরে হামলা চালিয়েছে আইএস

আফগানিস্তানের রাজধানী কাবুলে গোয়েন্দা সংস্থার প্রশিক্ষণ কেন্দ্রে হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Dec 2017, 08:30 AM
Updated : 18 Dec 2017, 12:25 PM

আমাক বার্তা সংস্থায় এক বিবৃতিতে আইএস জানিয়েছে, তাদের দুই যোদ্ধা কাবুলের গোয়েন্দা সংস্থা কেন্দ্রে হামলা চালিয়েছে।

সোমবার কাবুলের ঘনবসতিপূর্ণ আফশার এলাকায় এ হামলা হয়।

আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ বলেন, সকাল ১০.১০মিনিটের দিকে একদল সশস্ত্র জঙ্গি প্রধান আফগান গোয়েন্দা সংস্থা এনডিএস এর প্রশিক্ষণ কেন্দ্রের একটি নির্মীয়মাণ ভবনে ঢুকে পড়ে৷

বন্দুকধারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলি বিনিময় চলেছে। ঘটনাস্থল থেকে ভারী ও হাল্কা আগ্নেয়াস্ত্রের গুলির শব্দও পাওয়া গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হওয়ার কোনও খবর পাওয়া যায়নি।

নিরাপত্তা বাহিনী ওই এলাকায় যাওয়ার রাস্তাগুলো বন্ধ করে দিয়েছে। এলাকাটির প্রবেশ পথে বহু পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তা অবস্থান নিয়ে লোকজনকে এলাকাটিতে প্রবেশ করতে দিচ্ছে না।